Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪,

বিশ্ব সুখী দিবস আজ

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের ১১ ধাপ অবনতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মার্চ ২০, ২০২৪, ০৫:৩৭ পিএম


বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড, বাংলাদেশের ১১ ধাপ অবনতি

বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় ১১ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। তালিকার ১৪৩টি দেশের মধ্যে এ বছর বাংলাদেশের অবস্থান ১২৯তম। গতবার বাংলাদেশের অবস্থান ছিল ১১৮তম।

আজ ২০ মার্চ- বিশ্ব সুখী দিবস। এদিন ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ প্রকাশ হয়েছে। এবারও তালিকায় শীর্ষ দেশ ফিনল্যান্ড। এ নিয়ে টানা সাত বার দেশটি সুখী দেশের তালিকায় শীর্ষস্থান দখলে রেখেছে। তালিকায় শীর্ষ দশে রয়েছে ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন, ইসরাইল, নেদারল্যান্ডস, নরওয়ে, লুক্সেমবার্গ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া।

বাংলাদেশের চেয়েও কম সুখী দেশ আছে ১৪টি। তালিকায় সবচেয়ে নিচে অবস্থান আফগানিস্তানের।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ অনুযায়ী, ৩০ বছরের কম বয়সীদের মধ্যে বাংলাদেশ ১২৮তম, ৬০ বছরের বেশি বয়সের মধ্যে ১২০তম। ২০০৬-১০ সময়ের সঙ্গে ২০২১-২৩ সময়ের বিবেচনায় সুখের অভাব ব্যাপকভাবে বেড়ে গেছে যে দেশগুলোর মধ্যে, সেদিক থেকে বাংলাদেশ ১২তম।

বাংলাদেশ থেকে সুখের তালিকায় খুব বেশি এগিয়ে নেই ভারত। দেশটির অবস্থান ১২৬তম। এ তালিকায় পাকিস্তান ১০৮তম, চীন ৬০তম, নেপাল ৯৩তম, মিয়ানমার ১১৪তম, শ্রীলংকা ১২৮তম।

আরএস

Link copied!