Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

দক্ষিণ গাজায় সেনা প্রত্যাহার করেছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

এপ্রিল ৭, ২০২৪, ০৭:৩৫ পিএম


দক্ষিণ গাজায় সেনা প্রত্যাহার করেছে ইসরাইল

একটি ব্রিগেড ছাড়া দক্ষিণ গাজা উপত্যকা থেকে সমস্ত স্থল সেনা প্রত্যাহার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। রোববার এক সামরিক মুখপাত্র এ কথা বলেছেন। খবর রয়টার্স।

তবে সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানায়নি। প্রত্যাহারের ফলে দক্ষিণ গাজার রাফা শহরে দীর্ঘ হুমকির প্রতিকার হবে কিনা তা স্পষ্ট নয়। কারণ হামাসকে নির্মূল করতে সব ধরনের অভিযান চালানোর হুমকি দিয়েছিল ইসরায়েল।

যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে একটি নতুন দফা আলোচনার আয়োজন করেছিল মিসর। এমন সময় সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলো।

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় অভিযান চালিয়ে আসছে ইসরায়েল। এরমধ্যে গত কয়েক মাস ধরে শুধু দক্ষিণ গাজাতেই মূল ফোকাস ছিল ইসরায়েলি বাহিনীর।

মিসরের রাফা সীমান্ত ছিল দশ লাখের বেশি ফিলিস্তিনিদের জন্য শেষ আশ্রয়স্থল।

ইসরায়েলের তথ্য মতে, ৭ অক্টোবরের হামলার সময় ২৫০ জনের বেশি জিম্মি করা হয়েছিল এবং প্রায় ১ হাজার ২০০ জন নিহত হয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় ৩৩ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরএস

Link copied!