Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

বিশ্বকে অঙ্গীকার ইসলামাবাদের

ভারত উত্তেজনা আর না বাড়ালে পদক্ষেপ নেবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মে ৭, ২০২৫, ১১:৪৭ পিএম


ভারত উত্তেজনা আর না বাড়ালে পদক্ষেপ নেবে না পাকিস্তান

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের উপদেষ্টা রানা সানাউল্লাহ জানিয়েছেন, ভারত যদি উত্তেজনা না বাড়ায়, তাহলে পাকিস্তানও কোনো ‘‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ’’ নেবে না। ভারতের সাম্প্রতিক হামলার পর বিশ্বের কাছে এ বিষয়ে পাকিস্তানের সরকার ও সামরিক বাহিনী প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানান তিনি।

বুধবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘‘আমরা ভারতকে উপযুক্ত জবাব দিয়েছি। তারা যদি আরও পদক্ষেপ নেয়, তাহলে আমরা তার শক্তিশালী জবাব দেব।’

রানা সানাউল্লাহ আরও বলেন, আন্তর্জাতিক আইনের আওতায় থেকে আত্মরক্ষার অধিকার রাখে পাকিস্তান এবং সেই অনুযায়ীই তাদের সামরিক নেতৃত্ব প্রতিক্রিয়া জানাবে।

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলের এই নেতা জানান, জাতীয় নিরাপত্তা কমিটির সভায় দেশ রক্ষায় সামরিক বাহিনীর পদক্ষেপে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘আমাদের সশস্ত্র বাহিনী ও প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন—যদি ভারত আগ্রাসনের পথ বেছে নেয়, তাহলে আমরা তার কঠোর জবাব দেব এবং আমরা সেটিই করেছি।’’

অন্যদিকে, ভারত হুঁশিয়ারি দিয়েছে, পাকিস্তান যদি প্রতিশোধ নিতে হামলা চালায়, তাহলে ভারতও পাল্টা জবাব দিতে প্রস্তুত।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‍‍`অপারেশন সিঁদুর‍‍` ছিল একটি পরিমিত, সংযত ও অ-উসকানিমূলক সামরিক পদক্ষেপ। এ নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও জাপানের নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে মতবিনিময় করেছেন অজিত দোভাল।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের সহিংসতা বাড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে পাকিস্তান যদি উত্তেজনা বাড়ায়, তাহলে তা প্রতিহত করতে ভারতের পর্যাপ্ত সামর্থ্য রয়েছে।

ইএইচ

Link copied!