ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫
Amar Sangbad

ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী

আন্তর্জাতিক ডেস্ক   

আন্তর্জাতিক ডেস্ক   

মে ১৫, ২০২৫, ০৭:৫৫ পিএম

ইন্দোনেশিয়ায় সেনা অভিযানে নিহত ১৮ বিচ্ছিন্নতাবাদী

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া রাজ্যে অভিযান চালিয়ে অন্তত ১৮ বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীকে হত্যা করেছে দেশটির সামরিক বাহিনী। এই অভিযানে সেখানে কমপক্ষে তিন বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন বলে বৃহস্পতিবার সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন।

এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ক্রিস্টোমেই সিয়ানতুরি বলেছেন, বুধবারের অভিযানে সামরিক বাহিনীর সদস্যরা অ্যাসল্ট রাইফেল, তীর-ধনুক এবং দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ জব্দ করেছেন। অভিযানে দেশটির সেনাবাহিনীর কোনও সদস্য হতাহত হননি বলে বিবৃতিতে জানানো হয়েছে।

ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর অভিযানের বিষয়ে মন্তব্য জানতে পাপুয়ার বিচ্ছিন্নতাবাদীদের একজন মুখপাত্রের কাছে অনুরোধ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

পাপুয়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটি সংগঠন বলেছে, বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলির সময় অন্তত তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় গির্জার মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে। এছাড়া ওই এলাকা থেকে প্রায় ১ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সংগঠনটির পাপুয়া শাখার প্রধান রোনাল্ড রিচার্ড সাংবাদিকদের বলেছেন, গ্রামের লোকজন যখন ঘুমিয়ে ছিলেন, তখন এই হামলার ঘটনা ঘটেছে। তিনি এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের জন্য দেশটির মানবাধিকার কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, এই ধরনের ঘটনা সহিংসতার একটি চক্রে পরিণত হয়েছে। তিনি বেসামরিক জনগণের ক্ষয়ক্ষতির নিন্দা জানিয়ে বলেন, গুলিতে এক শিশুর কান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোন পক্ষের গুলিতে ওই শিশু আহত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

পাপুয়া নিউ গিনির সঙ্গে সীমান্ত রয়েছে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় পাপুয়া অঞ্চলের। এই অঞ্চলটি ১৯৬৯ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে বিতর্কিত এক ভোটের মাধ্যমে পাপুয়া নিউ গিনি থেকে বেরিয়ে ইন্দোনেশিয়ার নিয়ন্ত্রণে আসে। অনেকেই গণভোটের ওই সিদ্ধান্তকে অবৈধ বলে মনে করেন। খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চলের স্বাধীনতার দাবিতে  দশকের বছর দশক ধরে আন্দোলন চালিয়ে আসছেন বিদ্রোহীরা।

বিদ্রোহীরা অতীতে বেশ কিছু বিদেশিকে জিম্মি করেছিলেন। এর মধ্যে ১৯৯৬ সালে ২৬ জন বন্যপ্রাণী গবেষককে জিম্মি করেছিলেন বিদ্রোহীরা। এছাড়া জিম্মি করার প্রায় ১৯ মাস পর গত বছর নিউজিল্যান্ডের এক পাইলটকে মুক্তি দেওয়া হয়েছে।

গত মাসে পাপুয়ার বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা গুলি চালিয়ে অন্তত ১৭ জনকে হত্যার দাবি জানায়। ইন্দোনেশিয়ার সেনাসদস্যরা স্বর্ণ খনির শ্রমিকের ছদ্মবেশে সেখানে কাজ করেছিলেন বলে তাদের হত্যার পর জানায় বিদ্রোহীরা। -সূত্র: রয়টার্স।

আরএস

Link copied!