আন্তর্জাতিক ডেস্ক
মে ২৬, ২০২৫, ০৮:০৭ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
মে ২৬, ২০২৫, ০৮:০৭ পিএম
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে তার স্ত্রীর ধাক্কা দেয়ার ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। এরপর ম্যাক্রোর অফিস প্রথমে ঘটনাটি অসত্য বললেও পরে একে ‘দুষ্টুমি’ বলে অভিহিত করে।
সোমবার (২৬ মে) গণমাধ্যমের খবরে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অফিস একটি ঘটনাকে গুরুত্বের সাথে দেখছে। ভিডিওতে দেখা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করতে ভিয়েতনামে পৌঁছানোর সময় ম্যাক্রোঁর মুখে ধাক্কা দিয়ে তার স্ত্রী তাকে সরিয়ে দিচ্ছেন।
ভিডিওটি রোববার সন্ধ্যায় ধরা পড়ে হ্যানয়ে অ্যাসোসিয়েটেড প্রেসের তোলা ফুটেজে। ওই সময় বিমানের দরজা খোলা ছিল। ফরাসি প্রেসিডেন্টের থেকে ২৫ বছর বড় তার স্ত্রী ব্রিজিটের হাত খোলা দরজার বাম দিক থেকে বেরিয়ে আসে এবং তিনি তার স্বামীর মুখের ওপর উভয় হাত রেখে ধাক্কা দেন।
৪৭ বছর বয়সী ম্যাক্রোঁ চমকে যান কিন্তু দ্রুত স্বাভাবিক হয়ে ওঠেন এবং খোলা দরজা দিয়ে হাত নাড়ানোর জন্য ঘুরে দাঁড়ান। এরপর ভিয়েতনামী কর্মকর্তাদের আনুষ্ঠানিক স্বাগত জানাতে সিঁড়ি বেয়ে নেমে আসেন এই দম্পতি, যদিও ব্রিজিট ম্যাক্রোঁ, তার স্বামীর হাত ধরেননি।
ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিশেষ করে প্রেসিডেন্টের সমালোচনাকারী বা বিরোধীরা এটি ছড়িয়ে দিতে সব থেকে বেশি প্রচার করেন।
এরপর ভিডিওটি ভুয়া বলে আখ্যায়িত করে ম্যাক্রোঁর অফিস। তবে পরে সেগুলো সত্য বলে নিশ্চিত করা হয়। ফরাসি প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ সহযোগী ঘটনাটিকে একটি দম্পতির ‘নিরীহ ঝগড়া’ হিসাবে বর্ণনা করেন।
আরেকটি সরকারি সূত্র সাংবাদিকদের জানিয়েছে, ‘এটি এমন একটি মুহূর্ত ছিল যখন রাষ্ট্রপতি এবং তার স্ত্রী ট্রিপ শুরুর আগে শেষবারের মতো মজা করে নিজেকে শান্ত করছিলেন। এটি একত্রে থাকার মুহূর্ত।’ সূত্রটি ঘটনা সম্পর্কে নেতিবাচক মন্তব্যের জন্য রাশিয়াপন্থী অ্যাকাউন্টগুলোকে দায়ী করেছে।
আরএস