ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

স্বাধীন ফিলিস্তিন স্বীকৃতির আহ্বান ১৫ রাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩০, ২০২৫, ০৯:৩২ পিএম

স্বাধীন ফিলিস্তিন স্বীকৃতির আহ্বান ১৫ রাষ্ট্রের

বিশ্বের ১৫টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছে। একই সঙ্গে গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং হামাসের হাতে আটক সকল জিম্মির মুক্তির দাবি জানিয়েছে দেশগুলো।

মঙ্গলবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। 

এতে স্বাক্ষর করেন অ্যান্ডোরা, অস্ট্রেলিয়া, কানাডা, ফিনল্যান্ড, ফ্রান্স, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড, নরওয়ে, পর্তুগাল, সান মারিনো, স্লোভেনিয়া ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রীরা।

বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল ও ফিলিস্তিন— দুটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্র যেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমার মধ্যে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে, তা নিশ্চিত করতে হবে।”

গাজা ও পশ্চিম তীরকে একটি একক প্রশাসনিক কাঠামোর অধীনে এনে প্যালেস্টাইন অথরিটির নিয়ন্ত্রণে দেওয়ার প্রয়োজনীয়তার ওপরও জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে গাজায় চলমান মানবিক বিপর্যয়, খাদ্যসংকট এবং বেসামরিক হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ পরিস্থিতিতে জাতিসংঘ ও এর সহযোগী সংস্থাগুলোর সহায়তা কার্যক্রমকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, “আমাদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, কেউ তা দেওয়ার পরিকল্পনা করছে, আবার কেউ বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করছে। আমরা বিশ্বাস করি, দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই শান্তি প্রতিষ্ঠার একমাত্র বাস্তবসম্মত পথ।”

এছাড়া যেসব দেশ এখনো এই উদ্যোগে অংশ নেয়নি, তাদেরও এই প্রচেষ্টায় যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

যৌথ বিবৃতিতে গাজার যুদ্ধ-পরবর্তী ভবিষ্যৎ নিয়েও মত প্রকাশ করা হয়। এতে বলা হয়, “গাজার পুনর্গঠন, হামাসকে নিরস্ত্রীকরণ এবং ফিলিস্তিনি প্রশাসন থেকে হামাসকে বিচ্ছিন্ন করার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিতে হবে।”

ইএইচ

Link copied!