Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪,

সোনালী ও জনতা ব্যাংক ৪৬৮ পদে চাকরির সুযোগ

মো. মাসুম বিল্লাহ

জানুয়ারি ১৮, ২০২৩, ০৫:৩৪ পিএম


সোনালী ও জনতা ব্যাংক ৪৬৮ পদে চাকরির সুযোগ

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সোনালী ও জনতা ব্যাংক। অফিসার (আইটি) পদে জনবল নেবে ব্যাংক দুটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম: অফিসার (আইটি)
পদের সংখ্যা: ৪৬৮ জন (সোনালী ব্যাংকে ৩০৭ জান এবং জনতা ব্যাংকে ১৬১ জন)

আবেদনের যোগ্যতা: স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/ কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজি/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট/ সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষাগুলোয় কমপক্ষে একটিতে প্রথম শ্রেণি/ সমমানের সিজিপিএ থাকতে হবে।

বেতন: ১০ম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা)

বয়সসীমা: সর্বোচ্চ বয়স ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে, ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন, তারাও আবেদন করতে পারবেন পদটিতে।

আবেদন ফি: ২০০ টাকা। ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে জমা দেয়া যাবে আবেদন ফি।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের ক্ষেত্রে জব আইডি নম্বর ১০১৮৪। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২০ ফেব্রুয়ারি, ২০২৩ ইং পর্যন্ত আবেদনপত্র দাখি ও ফি প্রদান করতে পারবেন। ভেরিভাই পেমেন্ট ও ট্র্যাকিং পেজ সংগ্রহের জন্য শেষ তারিখ আগামী ২৩ ফেব্রুয়ারি।

টিএইচ

Link copied!