Amar Sangbad
ঢাকা বুধবার, ২৯ মার্চ, ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯

শেরপুরে চাকরি মেলা

শেরপুর প্রতিনিধি

শেরপুর প্রতিনিধি

ফেব্রুয়ারি ৩, ২০২৩, ০১:৫৯ পিএম


শেরপুরে চাকরি মেলা
শেরপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত। ছবি-আমার সংবাদ

বৈদেশিক কর্মসংস্থানে মাঠ পর্যায়ে পুরুষ ও নারী কর্মী নিয়োগের লক্ষ্যে ২ ফেব্রুয়ারি শেরপুর শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এর উদ্যোগে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে তত্ত্বাবধানে এ মেলার আয়োজন করা হয়।

শেরপুর জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এ মেলা শুরু হয় সকাল ১০টায়। এতে সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তরগুলো অংশ নেয়।

চাকরি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন। মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

মাঠ পর্যায়ে বৈদেশিক কর্মসংস্থানের উদ্দেশ্যে আয়োজিত মেলায় বিদেশ যেতে আগ্রহী নারী-পুরুষ জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেন। এ ছাড়া প্রবাস প্রত্যাগত এবং প্রবাসীরাও চাকরি মেলায় অংশ নেয়।

এদিকে এ চাকরির মেলাকে ঘিরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বোয়েসেল এর মাধ্যমে সরকারিভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ ৫০ জন অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সহজ উপায়ে বিদেশে কর্মী পাঠানোর বিষয়টি তুলে ধরা হয়।

এআরএস

Link copied!