Amar Sangbad
ঢাকা সোমবার, ০৬ মে, ২০২৪,

সদ্য নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে সংর্বধনা

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১১, ২০২২, ১০:৪৩ এএম


সদ্য নিয়োগপ্রাপ্ত তিন বিচারপতিকে সংর্বধনা

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে সংর্বধনা দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়।

রোববার (১১ ডিসেম্বর) সকালে আপিল বিভাগের প্রধান বিচারপতির এজলাস কক্ষে তাদের সংর্বধনা দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের ঐতিহ্য অনুযায়ী, নতুন বিচারপতি গৌরবময় কর্মজীবন পড়ে শোনান,অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকির। এরপর সংর্বধনার জবাবে আপিল বিভাগে নতুন নিয়োগ পাওয়া বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম বক্তব্য রাখেন। এ সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল বিভাগের অন্যান্য বিচারপতিবৃন্দ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ৮ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে  তিনজনকে বিচারপতিকে হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তারা হলেন,বিচারপতি মো. আশফাকুল ইসলাম,বিচারপতি মো. জাফর সিদ্দিকী,বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম।

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন তিনজন বিচারপতি নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯ জনে।


ইএফ

Link copied!