Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪,

আদালত অবমাননা

খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২২, ২০২৩, ০৫:৩৪ পিএম


খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবের ৫ মাসের কারাদণ্ড

আদালত অবমাননার দায়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি দুই হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

উচ্চ আদালতের বিচারপতি আখতারুজ্জামানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‍‍`অবমাননাকর বক্তব্য‍‍` দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে। এ ঘটনায় হাইকোর্ট তাকে গত ৬ নভেম্বর আদালতে হাজির হতে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারপতিকে নিয়ে করা কটূক্তির ব্যাখ্যা দিতে বলেন।

গতকাল মঙ্গলবার মো. হাবিবুর রহমান হাবিবকে (৬৯) গ্রেফতার করে র‌্যাব। এলিট ফোর্সের পাঠানো এক বার্তায় বলা হয়, রাজধানীর পল্লবী থানার মিরপুর ডিওএইচএস এলাকা থেকে হাবিবকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব বলেছে, উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়।

দুপুরে শেরে বাংলা নগর থানা পুলিশ বিএনপির এই নেতাকে হাইকোর্টে হাজির করে। পরে আদালতের এজলাসে দাঁড়িয়ে হাবিব বিচারপতিকে নিয়ে যে মন্তব্য করেছেন তা স্বীকার করেন।

আরএস

Link copied!