Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৩ মে, ২০২৪,

বিএনপি নেতা ফালু

স্বাক্ষীদের আলামত নিয়ে আসতে বললেন আদালত

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ৬, ২০২৪, ০৩:০১ পিএম


স্বাক্ষীদের আলামত নিয়ে আসতে বললেন আদালত

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালুর বিরুদ্ধে ৩ জন গণপূর্তের সাবেক  প্রকৌশলী  সাক্ষ্য দিতে আদালতে উপস্থিত হয়েছেন। এসময় আদালত তাদেরকে আলামত নিয়ে এসে পুনরায় স্বাক্ষ্য দেওয়ার নির্দেশ দিয়েছেন। এবং পরবর্তী শুনানির জন্য ধার্য করেছেন ৮ এপ্রিল। 

বুধবার  (৬ মার্চ ) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এ মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল।  এর আগে গত ১৪ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। তবে কোনো স্বাক্ষী না আসায় ৬ মার্চ নির্ধারণ করে আদালত। এবং এর আগে গত ২১ আগস্ট এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক (অবসরপ্রাপ্ত) রাহিলা খাতুন সাক্ষ্য দেন।

স্বাক্ষীরা হলেন, অবসরপ্রাপ্ত প্রকৌশলী আনসার উদ্দিন আহমেদ (অব) প্রকৌশলী আনছার উদ্দিন আহমেদ, (অব) প্রকৌশলী মোঃ মফিজুল ইসলাম, (অব) প্রকৌশলী মোঃ নূর আলম সরকার। এ তথ্য নিশ্চিত করেছেন, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ফাতেমা নিলা।

মামলার সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৮ জুলাই রাজধানীর মতিঝিল থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় তার স্ত্রী মাহবুবা সুলতানাও আসামি ছিলেন। মামলাটিতে পরের বছর ১৪ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

চার্জশিট দাখিল হওয়ার পর ফালু ও তার স্ত্রী হাইকোর্টে মামলা বাতিলের আবেদন করেন। যার কারণে দীর্ঘদিন মামলার বিচারকাজ বন্ধ থাকে। পরবর্তীতে হাইকোর্ট ফালুর আবেদন খারিজ করে দেন এবং স্ত্রীর আবেদন গ্রহণ করে তাকে অব্যাহতি দেন। ফলে ২০১৮ সালের ২৭ আগস্ট মামলাটিতে ফালু পলাতক থাকা অবস্থায় চার্জগঠন করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, দুর্নীতি দমন কমিশন সম্পদ বিবরণী দাখিলের নোটিশ ২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি ইস্যু করে। নোটিশের প্রেক্ষিতে ফালু ওই বছর ১ মার্চ আইনজীবীর মাধ্যমে সম্পদের হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে ৪৫ কোটি ৬৬ লাখ ৮ হাজার ৮৬৬ টাকার সম্পদ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং ১০ কোটি ৬০ লাখ ৪২ হাজার ৫১৪ টাকার সম্পদের হিসাব গোপনের তথ্য পাওয়া যায়।

বিআরইউ

Link copied!