Amar Sangbad
ঢাকা শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪,

আন্দোলনে গুলি : হাছান মাহমুদ, নওফেলসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৮:৪২ পিএম


আন্দোলনে গুলি : হাছান মাহমুদ, নওফেলসহ ২৬৮ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি ও হামলার অভিযোগে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ ২৬৮ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে অতিরিক্ত চিফ চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে এ মামলা করেন আন্দোলনে গুলিতে আহত মো. ফরহাদ নামের এক ব্যক্তি।

বাদীর আইনজীবী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন বলেন, শুনানি শেষে আদালত চান্দগাঁও থানা পুলিশকে তদন্ত করে এজাহার হিসেবে নিতে নির্দেশ দিয়েছেন।

মামলার অন্য অভিযুক্ত আসামিরা হলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সাবেক সংসদ সদস্য আবদুচ সালাম, এম এ লতিফ, ফজলে করিম চৌধুরী ও নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম, মশিউর রহমান, ফয়সাল ইকবাল চৌধুরী, জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ, চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হক প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন বাদী মো. ফরহাদ। কয়েকজন আসামির নির্দেশে বাকি আসামিরা সেদিন অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান। নগরের বহদ্দারহাট এলাকায় আসামিদের ছোড়া গুলিতে আহত হন বাদী ফরহাদ। তাকে আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। বাদী ছাড়াও আরও অনেক শিক্ষার্থী সেদিন গুলিতে আহত হন।

আরএস

Link copied!