Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫,

অবৈধ সম্পদ অর্জন

সাবেক এমপি মামুনুর রশীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৮, ২০২৫, ০৭:৪৫ পিএম


সাবেক এমপি মামুনুর রশীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য মামুনুর রশীদ (কিরণ) ও তার স্ত্রী জেসমিন আক্তারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৮ মে) তাদের বিরুদ্ধে মামলাটি করা হয়। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, মামুনুর রশীদ ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৪৯ কোটি ৫৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার নামে ও তার প্রতিষ্ঠানের নামে পরিচালিত ২২টি ব্যাংক হিসাবে ২১১ কোটি ৫৬ লাখ টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

তিনি আরও বলেন, মামুনুর রশীদের স্ত্রী জেসমিন আক্তার স্বামীর প্রভাব ও আর্থিক সহায়তায় এক কোটি ৮৩ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধেই দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় মামলা করা হয়েছে।

আরএস

Link copied!