নিজস্ব প্রতিবেদক
জুন ১৪, ২০২৫, ০২:০৮ পিএম
দ্রুত সময়ের মধ্যে কম খরচে মামলা নিষ্পত্তি, মানবাধিকার সুরক্ষা এবং জনগণকে মামলার অভিশাপ থেকে মুক্ত করতে আইন মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বলেন, এ লক্ষ্যে সিভিল প্রোসিজার কোড (সিপিসি) ও ক্রিমিনাল প্রোসিজার কোড (সিআরপিসি) অধ্যাদেশ নিয়েও কাজ চলছে।
শনিবার ‘আইনগত সহায়তা প্রদান আইন, ২০০০’ অধিকতর সংশোধনকল্পে প্রণীত অধ্যাদেশ বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার পর এসব কথা বলেন তিনি।
ড. আসিফ নজরুল বলেন, ‘‘বর্তমানে দেশে বছরে প্রায় ৫ লাখ মামলা দায়ের হয়। এর মধ্যে লিগ্যাল এইডের মাধ্যমে মাত্র ৩৫ হাজার মামলা নিষ্পত্তি হয়। আমরা এই সংখ্যা ২ লাখে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছি। এতে দেশে মামলার সংখ্যা অন্তত ৪০ শতাংশ হ্রাস পাবে।’’
তিনি আরও বলেন, ‘‘লিগ্যাল এইডের আওতায় মামলা নিষ্পত্তি কার্যকরভাবে পরিচালনার জন্য একজন বিচারকের স্থলে তিনজন বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে।’’
আইন উপদেষ্টা জানান, সরকারের লক্ষ্য হলো—বিচারপ্রার্থীদের জন্য আরও সহজ, দ্রুত এবং সাশ্রয়ী আইনি সহায়তা নিশ্চিত করা, যাতে তারা দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলার ভোগান্তি থেকে মুক্তি পান।
ইএইচ