ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

আপনার প্রিয় মানুষটি কী আসলেই আপনাকে ভালোবাসে? বুঝবেন যেভাবে

সাহিদুল ইসলাম ভূঁইয়া

আগস্ট ১, ২০২২, ০২:৪৬ পিএম

আপনার প্রিয় মানুষটি কী আসলেই আপনাকে ভালোবাসে? বুঝবেন যেভাবে

প্রেম দুটি জীবন একসাথে আমৃত্যু কাটানোর জন্যই হয়ে থাকে । প্রেমের সম্পর্ক গুলো বেশিরভাগ বিয়ের  প্রতিশ্রুতি দিয়েই শুরু হয়। বিয়ের করে সারাটা জীবন একসাথে কাটাবে এমন ভাবনা থেকেই আসে সম্পর্কের গভীরতা ।কিন্তু সব সময় এই প্রতিশ্রুতি কেউ রক্ষা করতে পারে না।যে স্বপ্ন তারা দেখে তা হয়তো ভুলে প্রমাণিত হয় । বিয়ের সময় যখন আসে তখনই পেছাতে থাকে বিয়ের প্রতিশ্রুতির বাস্তবায়ন। জাহের করে নানা অজুহাত।
একসাথে থেকে সারা জীবন কাটানোর গল্পটা শুধু স্বপ্নের খাতায় লেখা থাকে। প্রেম চলাকালীন গল্পগুলো বার বার স্মৃতিস্পটে ধাক্কা দিয়ে বাড়িয়ে দেয় বিষাদের বেদনা। আপনি হয়তো সত্যইকারার্থে তাকে ভালোবাসেন কিন্তু সে আপনার ভালোবাসার সাথে প্রতারণা করছে। এমন ঘটনা অনেকের জীবনেই ঘটে থাকে। তাহলে এই প্রতারণার স্বিকার হওয়ার আগেই জেনে নেন আপনার সম্পর্কের মানুষটা কী আসলেই ভালোবাসে?


তার মনের কথা আপনাকে বলে কি না?
দুজনের মধ্যে বন্ডিং ভালো হলে সম্পর্ক এগিয়ে নেওয়া সহজ হয়। এক্ষেত্রে দুজন দুজনের মনের কথা ভাগাভাগি করে থাকেন। তিনি কি তার মনের মানুষের সঙ্গে সব বিষয় শেয়ার করে? জীবনের গুরুতর পদক্ষেপে কী আপনার সঙ্গে শেয়ার করে? যদি এমনটা হয় তবে বুঝবেন সে সাথে সারা জীবন কাটানোর জন্য প্রস্তত।

 

আপনাদের সম্পর্ক নিয়ে তার পরিকল্পনা 
সম্পর্ক নিয়ে তার কী পরিকল্পনা আছে ? সে কি আপনার সাথে নিয়মিত সম্পর্কের ভবিষৎ নিয়ে পরিকল্পনা করেন কী না? বিবাহের পর জীবন টা কেমন কাটবে এগুলো নিয়ে তার ভাবনা আছে কী না? এ গুলো বুঝার টেষ্টা করুন তাহলেই বুঝা যাবে সে আসলেই আপনাকে ভালোবাসে কী না?

আপনাকে বিশ্বাস করে?
সম্পর্ক টিকে রাখতে হলে বিশ্বাসের বিকল্প কিছু নেই। আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে বিশ্বাস করে কী না বুঝার চেষ্টা করুন। তার ব্যক্তিত্বের ব্যাপারে আপনার কাছে কতটুকু উদাসীন না কি সব সময় ব্যক্তিত্বকে প্রাধান্য দেয় । যদি দেখেন ব্যক্তিত্বের ব্যাপারে প্রাধান্যতা বেশি বুঝতে হবে বিশ্বাসের ঘাটতি আছে।বিশ্বাসের ঘাটতে মানে এটা রিয়েল রিলেশন না।


​বিয়ের কথা

বিয়ে নিয়ে দুজনের মনেই অনেক স্বপ্ন থাকতে হবে। যদি আপনি এবং আপনার সঙ্গী বিয়ে নিয়ে নানা পরিকল্পনার কথা বলতে থাকেন তবে সব ঠিক চলছে। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আপনারা ভালোবাসার মানুষ বলেই বিয়ে করে সারা জীবন একসঙ্গে থাকতে চাইছেন। বিয়ের কথা শুনলেই যদি সে কোনো কারণ ছাড়াই পেছাতে থাকে, তবে প্রেম আরেকটু খাঁটি করার চেষ্টা করতে হবে।

​পরিবারের সঙ্গে পরিচয়
আপনার ভালোবাসার মানুষটা কী তার  পরিবারের সাথে আপনার পরিচয় করিয়ে দিয়েছে? এটাও ভেবে দেখুন ? পরিচয় করালে বুঝতে পারবেন নিশ্চয়ই সে আপনাকে সারা জীবনের জন্য তার পরিবারের সাথে সংযুক্ত করতে চায়।

 

Link copied!