Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

সেরা পুস্তক সম্মাননা পেলেন খোন্দকার মাহ্ফুজুল হক

মো. মাসুম বিল্লাহ

মে ৩১, ২০২৩, ০৫:০১ পিএম


সেরা পুস্তক সম্মাননা পেলেন খোন্দকার মাহ্ফুজুল হক

‘সোনাই বিবি’ উপন্যাসের জন্য কথাসাহিত্যিক খোন্দকার মাহ্ফুজুল হককে সেরা পুস্তক সম্মাননা-২০২৩ প্রদান করেছে ‘জাতীয় কবিতা মঞ্চ’। গতকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে  অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল নজরুল পয়েট্রি ফেস্টিভ্যালে এ সম্মাননাটি প্রদান করা হয়। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি, প্রধান আলোচক ছিলেন কবি আল মুজাহিদীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন পর্যায়ের অতিথি। 

কথাসাহিত্যিক খোন্দকার মাহ্?ফুজুল হক সময়ের পথ ধরে এগিয়ে চলছেন।  ‘মুখোশের অন্তরালে’, ‘সোনাই বিবি’, ‘উহারা’, ‘টুইনগার্ল’, ‘জগুন আলি ও করোনা ভাইরাস’ এবং ‘মায়া’ তার সৃষ্ট উপন্যাস। পাশাপাশি কিশোর উপন্যাস সংকলন ‘ফেরা’, গল্প সংকলন ‘খেয়ালি দুপুর’ এবং বৃষ্টিকে উপজীব্য করে লেখা গল্প সংকলন ‘রুপালি বৃষ্টি’ও পাঠকদের মন কেড়েছে। ‘মুখোশের অন্তরালে’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে টেলিফিল্ম। সেটি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। 

বিভিন্ন সময় পত্রপত্রিকায় প্রকাশিত তার ছোটগল্পের মধ্যে ‘মোবাশ্বেরা বেগমের সুখ দুঃখ ২০০১, শিকার ২০০২, আলোর প্রবাহ ২০০২, আংটি ২০০২, লু হাওয়া ২০০২, শেষ বেলায় ২০০২, অদৃশ্য বাস্তব ২০০৩, হারানো সন্ধ্যা ২০০৪, অস্তাচলের যাত্রী ২০০৪, নির্ঘুম ২০০৬, এক ঝাঁক রাজহাঁস ২০০৬, হায়াত আলীর ঈদ কড়চা ২০০৭, বন্ধন ২০০৮, ধূসর বসন্ত ২০০৮, রক্তাক্ত ফাগুনের বেদনা ২০০৮, ফেরারী ২০০৮, বাদলা রাতে ২০১৭, এক জীবনে হায়াত আলী ২০১৬, কুরবানি ২০১৩, কান্নার খেলাঘর ২০০৯, জীবন যখন যেমন ২০০৮, শেকড়ের সুর ২০১৩, টাকার বিছানা ২০১৩, বাসন্তী ২০০৯, বিপদ বিদায় ২০০৯, সাজ ২০০৯, মৌন এপিটাফ ২০০৯, আগন্তুক ২০০৯, বিমূর্ত প্রেম ২০০৯, ক্ষুধা ২০০৯, খেয়ালি দুপুর ২০১০, শীতল নীড় ২০১৫, ত্রিহার ২০১২, ত্রিসুর ২০১২, পরাবৃত্ত ২০১৩, বাঁকা চাঁদ ২০১২, জগুন আলির ঈদ মোবারক, সময়ের জার্নাল, চৈতি হাওয়া, বিনিদ্র ভাবনা, নির্বাপিত স্মৃতি, সাঁঝবেলা, সমাজ কড়চা, ব্ল্যাক নাইট,  দ্বীরথ, একাকী, জোনাকি, জরিনা মলিনা, একুশের সোনালী আভা, হারানো সন্ধ্যা, ওয়াদা, রক্তাক্ত আগুন, কিশলয়, বৈশাখী হাওয়া, ভাবনায় একদিন, হুজুর কেবলা, বাদলা বসন্ত, বিমূর্ত প্রেম, চন্দ্রকালিমা, বৈশাখী, বাসন্তী, শীতল নীড়সহ’  শতাধিক গল্প অন্যতম।

তার প্রকাশিত কিশোর উপন্যাসের মধ্যে রয়েছে  ফেরা-১৯৯৯, মুক্তির মিছিল ২০০০, মুক্তবলাকা ২০০৪, নতুন কেতন ২০০৬, ছায়া ২০০৮, ইফতি ও বেবি টরটইজ ২০১০।

প্রকাশিত শিশু কিশোর গল্প  ‘চকলেট মামা ২০০২, ঘুড়ি ২০০২, আমাদের মিলেনিয়াম হাউস ২০০২, খেলার মাঠে ২০০৭, লায়লার স্বপ্ন ২০০৭, প্রিয় স্যার ২০০৮, অমর একুশে ভাষার লড়াই- প্রবন্ধ ২০০৮, কোবরা ২০০৭, অতিথি বরণ ২০০৯, সিদ্ধান্ত ২০০৯, ওয়াদা ২০০৮, নতুন কেতন ২০০৮, বৈশাখী ২০০৮, বদরুলের ভাবনা ২০১০,  পুরস্কার ২০০৯, সত্য পাখি ২০০৯, চিংড়ি পান্তা ২০০৯, বদরুল ২০০৯, ট্রান্সফার ২০০৯, হরি ভূত, ঝড়ের দিনে, নির্বাচন, পানিশমেন্ট, ভূতের ভয়, ভূতদের শিক্ষা সফর, ফাঁদ, তেলেসমাতি জ্বিন, কাকাতি কাকানি, সামীর অংকন পরীক্ষাসহ শতাধিক গল্পের মাধ্যমে তিনি শিশু-কিশোরদের মধ্যে পরিচিত।

আরএস
 

Link copied!