আমার সংবাদ ডেস্ক
আগস্ট ২১, ২০২৫, ০৪:৩১ পিএম
চীনের এক প্যারাগ্লাইডার হঠাৎ আসা শক্তিশালী বাতাসে ভেসে গিয়ে সাড়ে আট হাজার মিটার উঁচুতে উঠে গিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে চলতি বছরের ২৪ মে কিলিয়ান পর্বতে।
সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চীনা নাগরিক পেং ইউজিয়াং প্যারাগ্লাইডারের নতুন যন্ত্রপাতি পরীক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহ বা ‘ক্লাউড সাক’ তাঁকে টেনে নেয় মেঘের রাজ্যে, প্রায় ৮,৫০০ মিটার ওপরে।
এ উচ্চতায় অক্সিজেনের ঘাটতি ও মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হন তিনি। প্রায় এক ঘণ্টার বেশি সময় আকাশে থাকার পর শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করতে সক্ষম হন ইউজিয়াং।
তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট