বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ
আগস্ট ১৫, ২০২৫, ০৮:২৫ পিএম
বন্যার আগাম প্রস্তুতি হিসেবে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনার দুর্গম চরাঞ্চলে নির্মাণ করা হচ্ছে দুটি উঁচু রাস্তা। যেখানে পরিবার-পরিজন ও গবাদিপশু নিয়ে আশ্রয় নিতে পারবেন চরাঞ্চলের বানভাসি মানুষ।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের পরিকল্পনা ও তত্ত্বাবধানে এবং ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে রাস্তা নির্মাণ কাজ চলছে। এতে খুশি স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে দেশের ২০টি জেলায় বন্যার আশঙ্কায় আগাম সতর্কতা জারি করেছে। তালিকায় রয়েছে মানিকগঞ্জও। পদ্মা ও যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার নিম্নাঞ্চল ইতিমধ্যে প্লাবিত হতে শুরু করেছে।
আগাম প্রস্তুতির অংশ হিসেবে উপজেলার তেওতা ইউনিয়নের দুটি চরে ৮ ফুট উঁচু ও ১৩ ফুট চওড়া দুটি রাস্তা নির্মাণের পরিকল্পনা নেন ইউএনও। গতকাল শুক্রবার দুপুর থেকে রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ে শেষ করতে অর্ধশতাধিক শ্রমিক এতে অংশ নিয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বন্যার সময় চরাঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ে, চারপাশে থাকে অথই পানি। আকস্মিক বন্যায় চরে থাকা কষ্টকর হয়ে যায়। ইউএনও চরবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে দুটি উঁচু রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এতে সবাই খুশি। বাড়ি-ঘরে পানি উঠলে পরিবার ও গবাদিপশু নিয়ে অন্তত আশ্রয় নেওয়া সম্ভব হবে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, “পানি উন্নয়ন বোর্ড ইতোমধ্যে বন্যার সতর্কতা জারি করেছে। তার মধ্যে মানিকগঞ্জও রয়েছে। এ কারণে উপজেলার তেওতা ও জাফরগঞ্জ চরে বসবাসকারী বাসিন্দাদের বন্যা মোকাবেলায় ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে ৩০০ ও ৪০০ মিটার দৈর্ঘ্যের দুটি উঁচু রাস্তা দ্রুত নির্মাণ করা হচ্ছে। যাতে বন্যার সময় লোকজন নিরাপদে গবাদিপশু নিয়ে আপদকালীন সময়ে আশ্রয় নিতে পারেন। কাজ কয়েক দিনের মধ্যেই শেষ হবে।”
ইএইচ