বিশেষ প্রতিবেদক
আগস্ট ১৮, ২০২৫, ০৮:০০ পিএম
প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ভারতে পলায়নের পর থেকে একের পর এক শেখ হাসিনার ফোনালাপ ফাঁস হচ্ছে। তার মধ্যে একটি ফোনালাপে সাবেক প্রধানমন্ত্রী জাতীয় পার্টিকে ‘জিন্দা লাশ’ বলে আখ্যায়িত করেছেন এবং উল্লেখ করেছেন যে, এই দলটির আর তার প্রয়োজন নেই।
সোমবার জুলকারনাইন সায়ের তার ফেসবুক পেজে ৫ মিনিট ২৬ সেকেন্ডের ফোনালাপটি পোস্ট করেন।
ফোনালাপটি গত বছরের জুলাইয়ে রেকর্ড করা হয়, যখন দেশজুড়ে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলছিল।
ফোনালাপে শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানককে বলেন, ‘তুমি আমাকে যা বলবে, সত্যি কথা বলবে।’
নানক জবাব দেন, ‘জি বলব।’ এরপর শেখ হাসিনা নানককে প্রশ্ন করেন, ‘মোহাম্মদপুরের বিহারী পট্টির লোকদের ভূমিকা কী?’ নানক বলেন, ‘ওদের ভূমিকা ভালো, আপা। শুধু এখানে সেন্টু কমিশনার আছে, কালপ্রিট, জাতীয় পার্টির, ওর সঙ্গে কয়েকজন ছেলে আছে। এই ১৫-২০ জন সব আমাদের পক্ষে ছিল। মোহাম্মদপুর ঠিক আছে, শুধু পল্লবীতে সমস্যা।’
এতে শেখ হাসিনা নানককে ধমক দিয়ে বলেন, ‘চুপ করো। জাতীয় পার্টি চ্যাতলে আমাদের কী আসে যায়? জাতীয় পার্টি আর কত? দরকার নেই আর ওই পার্টির। ওদের নিয়ে আর কী করব? জিন্দা লাশ। এবার একটারও ছাড়ব না।’ নানক জবাব দেন, ‘একেবারে ছাইকা ফেলতে হবে, আপা।’
এর আগে রোববার (১৭ আগস্ট) জুলকারনাইন সায়ের জাসদের সভাপতি হাসানুল হন ইনুর সঙ্গে শেখ হাসিনার ৫ মিনিট ৩৪ সেকেন্ডের ফোনালাপ প্রকাশ করেন। ফোনালাপে ইনু বলেন, ‘আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী। অ্যারেস্ট করলে আর মিছিল করার লোক থাকবে না।’ শেখ হাসিনা জবাবে বলেন, ‘আমরা রণক্ষেত্রের সাথী।’
অডিওতে আরও দেখা যায়, ইনু ইন্টারনেট চালুর বিষয়ে পরামর্শ দেন। শেখ হাসিনা বলেন, ‘ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে। আমি আর চালু করতে পারব না। অন্য সরকার এলে চালু করবে।’ এছাড়া জাসদের তালিকা তৈরি করে তাদের ধরার পরামর্শে শেখ হাসিনা সম্মতি দেন।
ফোনালাপ ফাঁসের ঘটনায় এটি উল্লেখযোগ্য যে, গত এক বছরে শেখ হাসিনার হাফ ডজনের বেশি কল রেকর্ড প্রকাশিত হয়েছে। এর মধ্যে শেখ ফজলে নূর তাপসের সঙ্গে কথোপকথনও রয়েছে। সবগুলোর কথোপকথনই রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করেছে।
ইএইচ