Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে: বাণিজ্যমন্ত্রী

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১, ২০২২, ০৯:১৩ পিএম


নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দেশে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) জাতীয় সংসদে জাতীয় পার্টর সংসদ সদস্য মুজিবুল হকের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, নিত্যপণ্যের দাম ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। ফলে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রয়েছে।

এ সময় আরেক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশ ২০৩ দেশে পণ্য রপ্তানি করেছে। এরমধ্যে ৯১ দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে এবং ১১২ দেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য বাংলাদেশের অনুকূলে রয়েছে।

টিপু মুনশি বলেন, চলতি অর্থবছরে রপ্তানির পরিমাণ ৬০ হাজার ৯৭১ দশমিক ২৬ মিলিয়ন ডলার। আর আমদানি ৮২ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ বাণিজ্য ঘাটতি ২১ হাজার ৫২৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।

তিনি বলেন, চীনের বাজারে ৮ হাজার ৯৩০টি পণ্য (৯৮ শতাংশ) শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পেয়েছে। ফলে চীনে রপ্তানি বৃদ্ধি পাবে। বাণিজ্য ঘাটতি আরও কমবে।

এবি

Link copied!