Amar Sangbad
ঢাকা শনিবার, ০৪ মে, ২০২৪,

পুলিশের ইন্সপেক্টর পদে ৮১ জনের পদোন্নতি

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৮:০১ পিএম


পুলিশের ইন্সপেক্টর পদে ৮১ জনের পদোন্নতি

পুলিশের উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) থেকে ৮১ কর্মকর্তাকে ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে পদোন্নতি দেয়া হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদের সই করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বঙ্গবন্ধুর স্বপ্নের ‘জনগণের পুলিশ’ বিনির্মাণের লক্ষ্যে দক্ষ ও যুগোপযোগী পুলিশ বাহিনী গড়তে বিদ্যমান পদোন্নতির পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে এবং সহজীকরণ করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে ৫৫ জন, ইন্সপেক্টর (সশস্ত্র) পদে ১৪ জন এবং ইন্সপেক্টর (শহর ও যানবাহন) পদে ১২ জনসহ সর্বমোট ৮১ জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের নামের তালিকা দেখতে ক্লিক করুন নিচের লিংকগুলোতে-

ইন্সপেক্টর (নিরস্ত্র)

ইন্সপেক্টর (নিরস্ত্র)

ইন্সপেক্টর (নিরস্ত্র)

ইন্সপেক্টর (শহর ও যানবাহন)

ইন্সপেক্টর (সশস্ত্র)

টিএইচ

Link copied!