Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪,

পদোন্নতি পেয়ে এসপি হলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ৭, ২০২৩, ০৮:৪৪ পিএম


পদোন্নতি পেয়ে এসপি হলেন ১৭৭ পুলিশ কর্মকর্তা

অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১৭৭ কর্মকর্তা পদোন্নতি পেয়ে পুলিশ সুপার ( এসপি ) হয়েছেন। এরমধ্যে ২৭ কর্মকর্তাকে স্বাভাবিক পদোন্নতি ও ১৫০ কর্মকর্তাকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মাহবুর রহমানের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এ পদোন্নতি দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এবং ২৫ অক্টোবর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৫ শাখার চিঠির উল্লিখিত সব আনুষ্ঠানিকতা শেষে সৃষ্ট ২৫০টি সুপারনিউমারারি পদের বিপরীতে এ পদোন্নতি দেয়া হয়েছে।

মূল কর্মস্থলে যোগদানের পর মিশন, শিক্ষা ছুটি বা প্রেষণ ও লিয়েনে কর্মরত কর্মকর্তাদের পদোন্নতি কার্যকর হবে। প্রকৃত যোগদানের তারিখের আগের কোনো আর্থিক সুবিধা তারা পাবেন না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পদ সৃজনের তারিখ থেকে ১৫০টি সুপারনিউমারারি পদের মেয়াদ হবে এক বছর। দায়িত্ব পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সপদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।

পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়া বাকি ২৭ জন কর্মকর্তার বিষয়ে বলা হয়েছে, তাদেরকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের বরাবর যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাতে হবে।

আরএস

Link copied!