Amar Sangbad
ঢাকা শনিবার, ০৫ অক্টোবর, ২০২৪,

ট্রাফিক লাইট সিস্টেম ভালোভাবে চালুর নিদের্শনা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

ফেব্রুয়ারি ২৩, ২০২৪, ০৩:৫৮ পিএম


ট্রাফিক লাইট সিস্টেম ভালোভাবে চালুর নিদের্শনা প্রধানমন্ত্রীর

জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত ৬০তম মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের সফরের বিষয়ে আজ (শুক্রবার) সংবাদ সম্মেলনে ট্রাফিক লাইট সিস্টেম ভালোভাবে চালুর জন্য নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, আমি গতকাল আইজিপির সঙ্গে কথা বলেছি ট্রাফিক লাইটগুলোকে সচল করে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য। আগে অতিরিক্ত চাপ ছিল, এখন সেই চাপ নাই।

আমরা যদি ট্রাফিক লাইট পদ্ধতিতে চলে যাই, সময় কম করে যদি বারবার ছেড়ে দেই, মানুষ একটু যদি চলমান থাকে, যতক্ষণই লাগুক অনেকক্ষণ বসে আছি সেই অনুভূতিটা হবে না। সেভাবেই আইজিপির সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলে দিয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, মেট্রোরেল ও এক্সপ্রেসওয়ে হওয়াতে যানজট অনেকটা কমেছে। এখনও কিছু কিছু এলাকায় আছে। এক্সপ্রেসওয়ে এখন ফার্মগেট পর্যন্ত করা হয়েছে। আরও পাঁচটা মেট্রোরেল ঢাকাজুড়ে হবে। সে ব্যবস্থাই আমরা নিতে যাচ্ছি।

বিআরইউ

Link copied!