Amar Sangbad
ঢাকা শুক্রবার, ০৪ অক্টোবর, ২০২৪,

দুদক চেয়ারম্যান

অধিকাংশ লোক দুর্নীতিকে এখন আর দুর্নীতি মনে করে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২, ২০২৪, ০৭:২৭ পিএম


অধিকাংশ লোক দুর্নীতিকে এখন আর দুর্নীতি মনে করে না

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ বলেছেন, অধিকাংশ লোক দুর্নীতিকে এখন আর দুর্নীতি মনে করে না। এক সময় দুর্নীতিবাজরা সন্ধ্যার পরে বাসা থেকে বের হয়ে রাস্তার পাশ দিয়ে হাঁটত। এখন তারা দিনের আলোয় প্রকাশ্যে বের হয়ে রাস্তার মাঝ দিয়ে হাটে।

মঙ্গলবার (২ এপ্রিল) দুদকের সম্মেলন কক্ষে রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) স্মরণিকা ‘সুপথ’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান এ কথা বলেন।

এসময় মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে গিয়ে কাদের সঙ্গে রাখব, সেটাও দেখতে হবে। দুর্নীতিবাজদের সহায়তা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কাজ করলে প্রশ্ন তৈরি হয়। তিনি সাংবাদিকদের কাছে দুর্নীতি প্রতিরোধে সহযোগিতা চান।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশে দুদকের কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন বলেন, মামলার চার্জশিট ছাড়াও প্রতিরোধের কাজ এগিয়ে নিতে হবে। পূর্ণাঙ্গ তথ্য-উপাত্ত দিয়ে খবর প্রকাশ করুন।

তিনি বলেন, একসময় রাস্তা দিয়ে অসৎ মানুষ হেটে গেলে সবাই বলত- একজন অসৎ মানুষ হেঁটে যাচ্ছেন। এখন বিষয়টি উল্টো হয়ে গেছে। এখন বরং সৎ মানুষ হেটে গেলে সবাই বলে একজন সৎ মানুষ হেঁটে যাচ্ছেন। স্বাধীনতা যুদ্ধের মতোই আমাদের জেগে উঠতে হবে। আমাদের পরবর্তী প্রজন্মের জন্য দুর্নীতি মুক্ত দেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, দুদক এবং সাংবাদিকদের লক্ষ্য উদ্দেশ্য একই। তা হলো দুর্নীতিমুক্ত দেশ গড়া।

এসময় সাংবাদিক নেতারা দুদকে কাজ করার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার কথা বলেন।

এর প্রেক্ষিতে দুদক চেয়ারম্যান সব সীমাবদ্ধতা সমাধানের আশ্বাস দেন সাংবাদিকদের।

এ ছাড়াও অনুষ্ঠানে দুদক সচিব খোরশেদা ইয়াসমীন, উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন র‌্যাকের সভাপতি জেমসন মাহবুব। সঞ্চালনায় ছিলেন র‌্যাকের সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমদ।

আরএস

Link copied!