Amar Sangbad
ঢাকা শনিবার, ১০ মে, ২০২৫,

দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৯, ২০২৫, ০৮:৫৮ পিএম


দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি

আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করলে আবারও ‘মার্চ টু ঢাকা’র মতো আন্দোলনের ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার চলমান ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচির মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ হুঁশিয়ারি দেন।

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন, "শাহবাগের অবস্থান কর্মসূচি চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি একত্রিত হবে—এটাই প্রত্যাশা। ইতোমধ্যে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারা দেশ থেকে আবারও ঢাকামুখী জনস্রোত সৃষ্টি হবে।"

তিনি আরও বলেন, "দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, গণতন্ত্র, ইসলাম, নারী ও মানবতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ফ্যাসিস্ট সন্ত্রাসী সংগঠন মুজিববাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশপন্থি সকল শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।"

প্রসঙ্গত, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের দাবি ওঠে।

এনসিপি নেতাকর্মীরা ৮ মে রাত থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’র সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এই কর্মসূচি শুক্রবার দুপুর পর্যন্তও চলমান ছিল। বিকেলের পর শাহবাগ মোড়ে এই দাবিতে শুরু হয় গণবিক্ষোভ।

ইএইচ

Link copied!