ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
Amar Sangbad

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুন ১১, ২০২৫, ০৬:৪২ পিএম

প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল। বুধবার (১১ জুন) লন্ডনের একটি হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হয়। আলোচনায় গুরুত্ব পায় বাংলাদেশ থেকে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার, রোহিঙ্গা সংকট, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর।

প্রধান উপদেষ্টা জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক আসন্ন সম্মেলনে ব্রিটেনের সক্রিয় ভূমিকা কামনা করেন এবং মিয়ানমারে ১০ লাখেরও বেশি রোহিঙ্গার প্রত্যাবাসনে ব্রিটেনের সহায়তা চেয়েছেন।

অধ্যাপক ড. ইউনূস বলেন, শেখ হাসিনার ১৬ বছরের শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার অবৈধভাবে বিদেশে পাচার হয়েছে, যা ছিল সাবেক শাসনব্যবস্থার ঘনিষ্ঠ মহলের মাধ্যমে সংঘটিত। এসব পাচারকৃত অর্থ উদ্ধারে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

জোনাথন পাওয়েল এই সংকটময় সময়ে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়ায় যুক্তরাজ্যের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।

বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার নিয়েও আলোচনা হয়। অধ্যাপক ইউনূস জানান, ব্যাংকিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ। -বাসস

আরএস

Link copied!