Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪,

কুমিল্লার গণসমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ২১, ২০২২, ০৪:৪৫ পিএম


কুমিল্লার গণসমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা

আগামী ২৬ নভেম্বর কুমিল্লা বিভাগীয় গণসমাবেশ সফল করতে বিভাগের সকল জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে ব্যাপক প্রচার-প্রচারণা করছে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।  

সোমবার (২১ নভেম্বর) কুমিল্লা মহানগরের কান্দিরপাড় থেকে শুরু করে শহরের বিভিন্ন এলাকায় প্রচারণা চালানো হয়।

এতে অংশ নেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আলী বকুল, বিএনপি নেতা জামাল খন্দকার, মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, রেজাউল হক আঁখি, দক্ষিণ জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী মামুন, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, মহানগর কৃষক দলের সদস্য সচিব ইকরাম হোসেন তাজ, জামাল হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমানসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী।

টিএইচ

Link copied!