Amar Sangbad
ঢাকা সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪,

১৫ দিন বা ১ মাস চলারও রিজার্ভ নাই: কর্নেল অলি

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ১৭, ২০২২, ০২:৪৯ পিএম


১৫ দিন বা ১ মাস চলারও রিজার্ভ নাই: কর্নেল অলি

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট মুক্তিযুদ্ধের কিংবদন্তি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার উন্নয়নের নামে মানুষকে কবর দিয়েছে। বাংলাদেশকে সিঙ্গাপুর বানাতে গিয়ে মানুষের হাতে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে। দেশে ১৫ দিন বা ১ মাস চলার মতো বৈদেশিক মুদ্রা রিজার্ভ নাই। দেশীয় মুদ্রার ভয়ঙ্কর সংকট সৃষ্টি হয়েছে। মানুষের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ ৩ গুণ বেড়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসে এলডিপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কর্নেল অলি বলেন, বর্তমানে যারা ক্ষমতায় আছে তাদের লক্ষ্য মানুষের সেবা করা নয়, ধ্বংস করা। তারা এখন ধ্বংসের খেলায় মেতে উঠেছে। যারা তাদের দল করে না, তাদের যেখানে পাও সেখানে ধ্বংস করো এটা এখন এই সরকারের লক্ষ।

তিনি বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার করে, বিএনপি অফিসে হামলা করে সরকার ১০ তারিখের বিএনপির সমাবেশ পণ্ড করতে চেয়েছিলো। সারাদেশে হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীর নামে গায়েবি মামলা দেওয়া হয়েছিলো। 

তারপরেও বিএনপির ১০ তারিখের গণসমাবেশ সফল হয়েছে। লাখ লাখ সাধারণ মানুষ অংশ নিয়েছে। এই গণসমাবেশ প্রমান করেছে মামলা-হামলা, গুলি চালিয়েও আন্দোলন দমানো যায় না।

এলডিপির মহাসচিব ডক্টর রেদোয়ান আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামূল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, এড.এসএম মোরশেদ, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাহাদাত হোসেন মানিক, যুববিষয়ক সম্পাদক আমান সোবহান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জসিম, প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মাহবুব, ঢাকা মহানগর পূর্ব এলডিপির সভাপতি সোলায়মান প্রমুখ।

টিএইচ

Link copied!