Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪,

গণতন্ত্র মঞ্চের কর্মসূচি ঘোষণা

১১ জানুয়ারি সব বিভাগীয় শহরে তিন ঘণ্টার গণ-অবস্থান

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ৩০, ২০২২, ০২:০২ পিএম


১১ জানুয়ারি সব বিভাগীয় শহরে তিন ঘণ্টার গণ-অবস্থান

সরকারকে পতনের যুগপত আন্দোলনে অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি ঢাকাসহ সারা দেশের বিভাগীয় শহরে তিন ঘণ্টার গণ-অবস্থানের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

শুক্রবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। গণতন্ত্র মঞ্চের পক্ষে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। রফিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকার কর্মসূচিটি জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘রাজবন্দিদের মুক্তি এবং ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় বন্দি বেগম খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, প্রতীম দাসসহ সকল রাজবন্দিদের মুক্তির দাবিতে আগামী ১১ জানুয়ারি ১০ বিভাগে প্রতিবাদী গণ-অবস্থান আমরা করব। সেটি ১১ তারিখ বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত।

শুক্রবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে গণমিছিলের আগে গণতন্ত্র মঞ্চের সমাবেশ হয়। সমাবেশে কালো কাপড়ে বড় ব্যানারে ‘নিশিরাতে ভোট ডাকাতির ৪ বছর: ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার ও শাসনব্যবস্থার পরিবর্তনে ঐক্যবদ্ধ হোন: সমাবেশ ও গণমিছিল’ লেখা ছিল।

গণতন্ত্র মঞ্চের ৭ দলের কয়েক‘শ নেতা-কর্মীরা এই সমাবশ ও গণমিছিলে অংশ নেন। সমাবেশের পর গণমিছিলটি পল্টন মোড়, বিজয় নগর সড়ক হয়ে কাকরাইলের নাইটেঙ্গল মোড়ে এসে শেষ হয়।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ শেষে গণমিছিল শুরু করে গণতন্ত্র মঞ্চ। গণমিছিলটি পুরানা পল্টন, বিজয়নগর হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলে গণতন্ত্র মঞ্চের নেতা সাইফুল হক, জোনায়েদ সাকি, শহীদুল্লাহ কায়সার, রাশেদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

টিএইচ
 

Link copied!