Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪,

ছাত্রদলের নতুন কমিটি

নয়াপল্টনে সমর্থকদের বিশাল শোডাউন‌

ঢাবি প্রতিনিধি:

ঢাবি প্রতিনিধি:

মার্চ ২, ২০২৪, ০৫:৪৭ পিএম


নয়াপল্টনে সমর্থকদের বিশাল শোডাউন‌

বিএনপি‍‍`র সহযোগী সংগঠন ছাত্রদলের নব নির্বাচিত কেন্দ্রীয় সংসদের  আংশিক কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আংশিক কমিটির নেতারা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলে করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানান তাদের সমর্থকরা।এ সময় স্লোগান শ্লোগানে ব্যাপক শোডাউন করেন তারা।

জানা যায়, গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে  রাকিবুল ইসলাম রাকিব—কে সভাপতি ও নাসির উদ্দীন নাসির—কে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় ছাত্রদলের ৭ সদস্যদের আংশিক কমিটি এবং গণেশ চন্দ্র রায় সাহস—কে সভাপতি ও নাহিদুজ্জামান শিপন—কে সাধারণ সম্পাদক করে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার  ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।

কেন্দ্রীয় কমিটির পদ প্রাপ্ত অন্য নেতারা হলেন—আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া( সিনিয়র সহ—সভাপতি); শ্যামল মালুম(সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক); আমানউল্লাহ আমান(সাংগঠনিক সম্পাদক); মোহাঃ জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক (সহ—সভাপতি পদমর্যাদা) এবং শরিফ প্রধান শুভ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা)।

আজ ২ মার্চ শনিবার বিকাল সাড়ে তিনটা থেকে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসতে থাকেন ছাত্রদলের নবনির্বাচিত কমিটির নেতারা। প্রথমেই আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস এবং সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। 

এরপর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান। বিকেল চারটায় বিশাল কর্মীবাহিনী নিয়ে অফিসে আসেন নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। সর্বশেষ বিকেল চারটা ১০ মিনিটে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব কেন্দ্রীয় কার্যালয়ে আসলে ছাত্রদলের নেতাকর্মী এবং সমর্থকরা করতালি দিয়ে বরণ করেন।এ সময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।

নবনির্বাচিত কমিটির সমর্থকরা ‍‍‘রাকিব- নাসির পরিষদ, সবার সেরা পরিষদ‍‍’ বলে স্লোগান দিয়ে ব্যাপক শোডাউন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবনির্বাচিত কমিটির সমর্থকরাও ‍‍`ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি, ছাত্রদলের ঘাঁটি‍‍` বলে নানা স্লোগান দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবনির্বাচিত সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন জানান, ‘আন্দোলনের দুর্দিনে রাজপথে সক্রিয় ছিলাম। তাই ছাত্রদলের নবনির্বাচিত কমিটিকে আমাকে  ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে। অতীতের মতো আগামী দিনেও রাজপথে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো।’

বিআরইউ

Link copied!