ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৬, ২০২৫, ০১:১৮ পিএম

১৭ বছর পর দেশে ফিরলেন জোবাইদা রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবাইদা রহমান।

২০০৮ সালের ১১ সেপ্টেম্বর স্বামী তারেক রহমানের সঙ্গে চিকিৎসার উদ্দেশে লন্ডনে পাড়ি জমান তিনি। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অবশেষে দেশে ফেরার পথ খুলে যায় তার।

সোমবার (৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বহনকারী কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। এ ফ্লাইটেই ছিলেন ডা. জোবাইদা রহমান। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা ৪০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

দেশে ফিরে তিনি উঠেছেন রাজধানীর ধানমন্ডিতে বাবার বাসভবন ‘মাহবুব ভবনে’। এই বাড়িতেই রয়েছেন তার অসুস্থ মা। তাকে স্বাগত জানাতে বাসায় প্রস্তুতি চলছিল আগেই।

ডা. জোবাইদা রহমান পেশায় চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৯৫ সালে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে প্রথম হয়ে যোগ দেন সরকারি চাকরিতে। পরবর্তী সময়ে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিনে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তবে ২০০৮ সালে শিক্ষা ছুটি নিয়ে লন্ডন যাওয়ার পর ছুটি শেষেও কাজে না ফেরায় তাঁকে বরখাস্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

২০০৮ সালে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এক মামলায় ২০২৩ সালে ঢাকার একটি আদালত তাঁকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা জরিমানা করেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর আদালতের দেওয়া সাজা স্থগিত হয়।

ডা. জোবাইদা রহমানের জন্ম সিলেটে। তিনি প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের মেয়ে। তাঁর চাচা ছিলেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানী। মাহবুব আলী জিয়াউর রহমান সরকারের সময় নৌবাহিনীর প্রধান এবং পরে এরশাদ সরকারের সময় যোগাযোগ ও কৃষিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ডা. জোবাইদা। বর্তমানে তাঁদের একমাত্র মেয়ে জায়মা রহমানসহ দীর্ঘ সময় ধরে তাঁরা লন্ডনে বসবাস করছেন।

সাম্প্রতিক সময়ে দেশে বিএনপির রাজনীতিতে নতুন করে সক্রিয় হতে পারেন ডা. জোবাইদা রহমান—এমন ইঙ্গিত দিচ্ছেন বিশ্লেষকেরা।

বিআরইউ

Link copied!