ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বাঞ্ছারামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বাঞ্ছারামপুর প্রতিনিধি

আগস্ট ২, ২০২৫, ০৭:৫০ পিএম

বাঞ্ছারামপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ওরফে পচা দেলুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

শনিবার ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ছয়টি হত্যা মামলাসহ মোট আটটি মামলা রয়েছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি ফরদাবাদ ইউনিয়নে মামলা বাণিজ্য, চাঁদাবাজি, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা এবং সালিশ বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, পচা দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগী নূর-ই-আলম সিদ্দিকী গত এক বছরে অন্তত ২০ কোটি টাকার অবৈধ আয় করেছেন। বাঞ্ছারামপুর ও নবীনগর ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভুয়া মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন দেলু।

একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি রাজধানীতে আত্মগোপনে যান এবং বিএনপিপন্থী কিছু আইনজীবীর সহায়তায় আবারও মামলাবাণিজ্যে সক্রিয় হয়ে ওঠেন। 

অভিযোগ রয়েছে, তার গ্রামের পুরনো টিনের দোচালা ঘর থাকলেও বর্তমানে তিনি একটি দোতলা ডুপ্লেক্স ভবনের মালিক হয়েছেন। রয়েছে একাধিক জমিও। তবে তার কোনো বৈধ ব্যবসা বা আয়ের উৎস পাওয়া যায়নি।

পচা দেলুর গ্রেপ্তারের খবরে ফরদাবাদ এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ও উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকে রাস্তায় নেমে প্রকাশ্যে উল্লাস করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, দেলুর বিরুদ্ধে থাকা মামলাগুলো তদন্তাধীন। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!