ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫
Amar Sangbad

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া

আগস্ট ৩, ২০২৫, ০১:৪৬ পিএম

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন— চাঁদগ্রাম ইউনিয়নের লালমোড় এলাকার মো. হাবিল সরদারের ছেলে বিপ্লব হোসেন (৩৬) এবং তার মা জোৎস্না খাতুন (৫২)।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে লালমোড় ব্র্যাক অফিসের কাছে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার।

স্থানীয় সূত্রে জানা যায়, কাজ শেষে পাওয়ার টিলার চালিয়ে বাড়ি ফিরছিলেন বিপ্লব হোসেন। বাড়ির কাছে পৌঁছালে তার নিজস্ব মুরগির ফার্মের বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে থাকা অবস্থায় অসাবধানতাবশত টিলার সঙ্গে সেটি জড়িয়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিপ্লব মাটিতে লুটিয়ে পড়েন।

চিৎকার শুনে ছুটে আসেন মা জোৎস্না খাতুন। তিনি ছেলেকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে যোগাযোগ করলেও তাদের আসার আগেই মা-ছেলের মৃত্যু ঘটে।

ওসি আব্দুর রব তালুকদার জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ইএইচ

Link copied!