Amar Sangbad
ঢাকা সোমবার, ১২ মে, ২০২৫,

তারেক রহমান

সংগ্রামের মাঝেও মা সন্তানকে আগলে রাখেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১১, ২০২৫, ০৯:০৭ এএম


সংগ্রামের মাঝেও মা সন্তানকে আগলে রাখেন

ক্লান্তি ঘুচিয়ে সব সংগ্রামের মাঝেও মা সন্তানকে আগলে রাখেন—আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার রাতে এক বিবৃতিতে তিনি বিশ্বব্যাপী সব মাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তারেক রহমান বলেন, “আজকের এই দিনে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাংলাদেশসহ বিশ্বের সকল মাকে। আমি তাদের অব্যাহত সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি।”

তিনি বলেন, “মা দিবস একটি সম্মানসূচক আন্তর্জাতিক দিবস। এটি পরিবার ও সমাজে মায়ের গুরুত্ব ও অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি বিশেষ উপলক্ষ। মায়ের প্রতি প্রতিদিনই সন্তানের ভালোবাসা থাকে, তবুও আজকের দিনটি বিশেষভাবে মায়েদের শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর জন্য উৎসর্গ করা হয়।”

তারেক রহমান আরও বলেন, “পরিবারে মা হচ্ছেন এক বিস্ময়কর প্রতিষ্ঠান। মহিয়সী মায়ের শিক্ষাতেই শিশুর ভবিষ্যৎ গড়ে ওঠে। মা দিনের সব ক্লান্তি ভুলে সংগ্রামের মাঝেও সন্তানকে আগলে রাখেন। সুমাতা মায়ের সহচর্যে সন্তানের আত্মিক ও মানবিক গুণাবলি বিকশিত হয়। বিশ্বজুড়ে বহু দেশ ও সংস্কৃতি মা দিবসকে মাতৃত্বের প্রতি উৎসর্গ করে এক অনন্য মর্যাদায় উন্নীত করেছে।”

তিনি আরও বলেন, “পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ ‘মা’—এই ছোট শব্দে লুকিয়ে থাকে সীমাহীন স্নেহ, মমতা ও অকৃত্রিম ভালোবাসা।”

বিএনপি নেত্রী খালেদা জিয়ার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “রাষ্ট্রের গণতান্ত্রিক বিকাশ এবং অগ্রসর সমাজ বিনির্মাণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবন কেটেছে নিরবচ্ছিন্ন সংগ্রাম, ত্যাগ, পরিশ্রম, জনগণের প্রতি মমতা ও ভালোবাসায়। তার নেতৃত্বে বিএনপি সরকার নারী শিক্ষার বিস্তারে যুগান্তকারী ভূমিকা রেখেছিল। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীদের ঝরে পড়া রোধে তিনি কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।”

“আজকের এই দিনে নারী শিক্ষার আলোকবর্তিকা, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জানাই গভীর শ্রদ্ধা,”—বিবৃতিতে যোগ করেন তারেক রহমান।

ইএইচ

Link copied!