Amar Sangbad
ঢাকা শনিবার, ১৭ মে, ২০২৫,

মঈন খান

ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১৭, ২০২৫, ১২:২০ এএম


ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য ‘মরণফাঁদ’

ফারাক্কা বাঁধকে বাংলাদেশের মানুষের জন্য ‘মরণফাঁদ’ হিসেবে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

শুক্রবার বিকেলে ‘ফারাক্কা লংমার্চ দিবস’ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, “আজ থেকে ৪৯ বছর আগে মওলানা ভাসানী ফারাক্কা বাঁধের বিরুদ্ধে প্রতিবাদে লংমার্চ করেছিলেন। স্বাধীন বাংলাদেশের ৫০ বছরের মাথায় দাঁড়িয়ে আমাদের আজও সেই একই প্রতিবাদ করতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি আরও বলেন, “ফারাক্কা বাঁধ এখন বাংলাদেশের মানুষের জন্য জীবন-মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ সমস্যাটি আন্তর্জাতিক অঙ্গনে, এমনকি জাতিসংঘেও তুলে ধরেছিলেন। কিন্তু আজ পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধান হয়নি।”

গণসমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. জসিম উদ্দিন আহমেদ, বাসদ নেতা কমরেড খালেকুজ্জামান, টিপু বিশ্বাস প্রমুখ।

ইএইচ

Link copied!