Amar Sangbad
ঢাকা সোমবার, ১৯ মে, ২০২৫,

হাসনাতকে ক্ষমা চাইতে হবে, জেলা বিএনপির আল্টিমেটাম

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৯, ২০২৫, ০৬:২৯ পিএম


হাসনাতকে ক্ষমা চাইতে হবে, জেলা বিএনপির আল্টিমেটাম
জেলা প্রেসক্লাবে আয়োজিত কুমিল্লা বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

‘বিএনপির রাজনীতি চলে আওয়ামী লীগের টাকায়’ এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর এমন বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে কুমিল্লা জেলা বিএনপি। সোমবার (১৯ মে) বিকেলে জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হয়। 

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহর দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি নেতৃবৃন্দ বলেন, ওই বক্তব্যের জন্য হাসনাত আব্দুল্লাহকে বিএনপির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। এতে আরও বলা হয়, আগামী এক সপ্তাহের মধ্যে ক্ষমা না চাইলে তাকে কুমিল্লায় অবাঞ্চিত ঘোষণা করা হবে। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া বলেন, গত ১৬ মে কুমিল্লার একটি অনুষ্ঠানে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ বলেছেন- কুমিল্লায় বিএনপির রাজনীতিবিদরা আওয়ামী লীগের টাকায় রাজনীতি করে। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য শিশুসুলভ। তিনি রাজনীতিতে অপরিপক্কতার কারণে শিশুসুলভ বক্তব্য দিয়েছেন। তাহার মানসিক চিকিৎসার প্রয়োজন বলে আমরা মনে করি।

তিনি আরও বলেন, হাসনাত আব্দুল্লাহ বর্তমানে কিংস পার্টির (রাজার পার্টি) খ্যাত এনসিপির মুখপাত্র। তার মতো ব্যক্তিদের দিয়ে পরিশীলিত রাজনীতি হবে না। রাজনীতিতে সহনশীলতার পরিচয় দিতে হয় এবং অন্যদল ও নেতাদের প্রতি সম্মান দেখাতে হয়। হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে বিএনপির কুমিল্লার নেতাকর্মীরা ক্ষুব্ধ। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য প্রত্যাহার করা না হলে বিএনপির কুমিল্লার নেতাকর্মীদের শান্ত রাখা সম্ভব নয়।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম ভূঁইয়া বলেন, হাসনাত আব্দুল্লাহ অতি দ্রুত সময়ের মধ্যে যদি তার বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ না করে এবং বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে ক্ষমা না চায় তাহলে তাকে কুমিল্লায় কোন অনুষ্ঠান করতে দেবে না বলে আমি মনে করি। কিন্তু আমরা তাকে এখনও অবাঞ্চিত ঘোষণা করিনি। তাকে আমরা স্পেস খালি রেখেছি। যদি বিএনপির কাছে ক্ষমা না চায় তাহলে অবাঞ্চিত করা হবে। 

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার এ সকল ছেলে মানুষী নেতাদের রাজনীতির মাঠে নামিয়ে সরকারকে বিতর্কিত করছেন। সরকারের উচিত তাদের রাজনীতির মাঠ থেকে সরিয়ে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করা। সরকার নির্বাচনকে যত বিলম্বিত করবে ততই দেশের জনগণের আস্থা হারাবে। জনগণ চায় নির্বাচন।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমিন-উর-রশিদ ইয়াছিন, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিএনপির জেলা ও মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরএস

Link copied!