ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতায় বাংলাদেশের আরাফাত চতুর্থ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৫, ২০২২, ০২:৩৬ পিএম

মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতায় বাংলাদেশের আরাফাত চতুর্থ

মালয়েশিয়ায় আয়রনম্যান প্রতিযোগিতায় বাংলাদেশের সামসুজ্জামান আরাফাত এইজ লেভেলে চতুর্থ হয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকালে মালয়েশিয়ার দেসারু কোস্টে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ প্রতিযোগিতায় ৮২৮ জন প্রতিযোগীর মধ্যে ২০তম স্থান অর্জন করে শীর্ষ বিশে জায়গা করে নিলেন মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত। 

একই সঙ্গে সপ্তমবারের মতো আয়রনম্যান আয়োজনে সফল হলেন তিনি। সাঁতার, সাইক্লিং ও দৌড়ের নির্ধারিত দূরত্ব আরাফাত সম্পন্ন করেন ৪ ঘণ্টা ৫৫ মিনিট ৫৪ সেকেন্ড।

আয়রনম্যান ৭০.৩ দেসারু কোস্ট নামের এ প্রতিযোগিতা শুরু হয় স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে (বাংলাদেশ সময় ভোর ৫টা ৫ মিনিট)। প্রথমেই ছিল সাঁতার। ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার সম্পন্ন করতে আরাফাতের সময় লাগে ৩৮ মিনিট ৩ সেকেন্ড। 

এরপর ৯০ কিলোমিটার সাইক্লিং আরাফাত শেষ করেন ২ ঘণ্টা ৩৩ মিনিট ৩৪ সেকেন্ডে। এক দিনে পৃথিবীর কঠিনতম এই ট্রায়াথলনের শেষ বিষয় দৌড়। ২১ দশমিক ১৪ কিলোমিটার দূরত্বের দৌড় সম্পন্ন করতে আরাফাত সময় নিয়েছেন ১ ঘণ্টা ৩৭ মিনিট ৫০ সেকেন্ড।

রোববারের আয়রনম্যান আয়োজনে ৪ ঘণ্টা ১৮ মিনিট ২৩ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন জাপানের কে মিজুশিমা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে যুক্তরাষ্ট্রের ব্রেনো মেলো (৪ ঘণ্টা ২৬ মিনিট ২৮ সেকেন্ড) ও অস্ট্রেলিয়ার এম ক্যাসিনিডেস (৪ ঘণ্টা ২৭ মিনিট ১৫ সেকেন্ড)। 

নিজের বয়সভিত্তিক গ্রুপে (৩০-৩৪ বছর) আরাফাতের অবস্থান চতুর্থ। এ আয়োজনে ১১২ জন নারী ট্রায়াথলেট অংশ নিয়েছেন।

আরাফাত বলেন, এটা আমার কাছে অপ্রত্যাশিত ছিল। ভালো টাইমিং করে বাংলাদেশকে এখানে তুলে ধরতে পারলাম, এটাই বড় কথা।

প্রতিযোগিতায় অংশ নিতে ১৯ জুলাই মালয়েশিয়ায় যান আরাফাত। এবার ছেলে আহিয়াশ ও স্ত্রী সুমাইয়া ইয়াসমীনও তার সঙ্গে রয়েছেন।

 

আমারসংবাদ/টিএইচ

Link copied!