ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ ফখর জামান

মো. মাসুম বিল্লাহ

সেপ্টেম্বর ১৫, ২০২২, ০৯:১০ পিএম

পাকিস্তানের বিশ্বকাপ দল ঘোষণা, বাদ ফখর জামান

অস্ট্রেলিয়ায় আগামী মাসে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নির্ধারিত সময়ের শেষ দিনে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাবর আজমকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 

যেখানে এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন ফখর জামান এবং শাহনেওয়াজ ধাওয়ানি।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এখন আফ্রিদি পুনর্বাসনের অংশ হিসেবে লন্ডনে ফিটনেস ফিরে পেতে লড়ছেন। 

নির্বাচকরা আশা করছেন অক্টোবরে বিশ্বকাপ শুরুর আগেই ফিট হয়ে উঠবেন তিনি। আরেক পেসার মোহাম্মদ ওয়াসিমও চোট কাটিয়ে ফিরেছেন।

ফখর জামানকে অবশ্য রিজার্ভ দলে রাখা হয়েছে। প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আরেক বাঁহাতি ওপেনার শান মাসুদ।

ফখর জামান এশিয়া কাপে চূড়ান্ত ব্যর্থ ছিলেন। তাছাড়া চলতি বছরে ৭ ম্যাচ খেলে ১৩.৭১ গড়ে তার সংগ্রহ মাত্র ৯৬ রান। তাই তাকে বাদ দিয়ে নেওয়া হয়েছে হায়দার আলিকে। যিনি এ বছর কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেননি। 

পাকিস্তানের এই দলটিই বিশ্বকাপের আগমুহূর্তে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে। 

পাকিস্তানের প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম বিশ্বকাপের দল নিয়ে বলেছেন, ‍‍`আমরা এমন একটা দল দিয়েছি, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করতে পারে। আমরা ২০২১ বিশ্বকাপে খেলা বেশিরভাগ ক্রিকেটারের ওপরই ভরসা রেখেছি। ‍‍`

পাকিস্তানের বিশ্বকাপ দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ, উসমান কাদির।

স্ট্যান্ডবাই: ফখর জামান, মোহাম্মদ হারিস, শাহনেওয়াজ দাহানি।

 

টিএইচ

Link copied!