ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

নেইমারের সফল অস্ত্রোপচার

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ১২, ২০২৩, ০১:১০ এএম

নেইমারের সফল অস্ত্রোপচার

নেইমারের পায়ে সফলভাবে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড কবে নাগাদ মাঠে ফিরতে পারবেন তা এখনো নিশ্চিত নয়। কাতারের রাজধানী দোহার ‘এএসপিইটিআর ক্লিনিক’-এ নেইমারের ডান পায়ের গোঁড়ালিতে অস্ত্রোপচার করা হয়। জানা গেছে, অস্ত্রোপচারের পর পিএসজি তারকা ভালো আছেন। আপাতত পুরোপুরি নিয়ম মেনে বিশ্রামে থাকবেন তিনি। এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, গত শুক্রবার নেইমারের গোঁড়ালির অস্ত্রোপচার সফলভাবেই শেষ হয়েছে।

এখন তাকে যথাযথ বিশ্রাম ও চিকিৎসার সব নিয়মাবলী মেনে চলতে হবে। যদিও পিএসজি কিংবা হাসপাতাল সূত্র কেউই নিশ্চিত করে জানাতে পারেননি কবে নাগাদ নেইমার বাড়ি ফিরতে পারেন। অ্যাঙ্কলের চোট নেইমারের জন্য নতুন কিছু নয়। একেকবার চোটে পড়ে দীর্ঘ সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন তিনি। কেবল পিএসজিতে যোগ দেওয়ার পরই চার বছরে তিনি ৪ বার ইনজুরির কবলে পড়েছেন। পিএসজির হয়ে লিগ ওয়ান ম্যাচে মাত্র ৪৯ শতাংশ ম্যাচ খেলেছেন নেইমার। অর্থাৎ পিএসজিতে আসার পর ২২৮ ম্যাচের মধ্যে খেলেছেন মাত্র ১১২টিতে। এবার ছিটকে গেলেন মৌসুমের বাকি সময়ের জন্য। যদিও চোটের আগে বেশ ভালো ফর্মে ছিলেন সেলেসাও তারকা।

চলতি মৌসুমে ক্লাবের জার্সিতে ভালোই ছন্দে ছিলেন নেইমার। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে ১৮ গোল করেছেন। কিন্তু কাতার বিশ্বকাপ থেকে ফেরার পর লিগে ৮ ম্যাচে মাত্র ২ গোল করেছেন তিনি। বিশ্বকাপেও চোটের কারণে কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি। কিন্তু এবারের চোট তাকে আরও বেশি সময়ের জন্য মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। গত ২০ ফেব্রুয়ারি লিলের বিপক্ষে ফরাসি লিগের ম্যাচে ডান গোঁড়ালিতে চোট পান নেইমার। তবে এবারই প্রথম নয়।

এই একই জায়গায় ক্যারিয়ারে আরও কয়েকবার চোট পেয়েছেন ইতিহাসের সবচেয়ে দামি এই ফুটবলার। এবারের চোট পাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, নেইমারের গোড়ালির লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আরও একবার অস্ত্রোপচারের টেবিলে যেতে হলো তাকে।

Link copied!