Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়নাডে সিরিজ

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

মো. মাসুম বিল্লাহ

মার্চ ২০, ২০২৩, ০২:০১ পিএম


টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ-আয়ারল্যান্ড তিন ম্যাচ ওয়নাডে সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে রয়েছে বাংলাদেশ। এবার এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিকরা। প্রথম ম্যাচের মত দ্বিতীয় ম্যাচেও টসভাগ্যে হেরেছে তামিম।

টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন আইরিশ কোচ অ্যান্ড্রু বালবির্নি। আজ জিতলেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যাবে স্বাগতিকরা।

আগের ম্যাচে আইরিশদের রেকর্ড ১৮৩ রানের ব্যবধানে হারিয়েছে তামিমের দল। ওই ম্যাচেই বাংলাদেশ নিজেদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে বেশি রান তোলে। আগে ব্যাট করে ওই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৩৮ রান।

এআরএস

 

Link copied!