Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪,

মেসির হ্যাটট্রিক

প্রতিপক্ষকে আর্জেন্টিনার ৭ গোল

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মার্চ ২৯, ২০২৩, ১২:৩২ পিএম


প্রতিপক্ষকে আর্জেন্টিনার ৭ গোল

বুধবার ভোরে ঘরের মাঠ স্তাদিও এল মনুমেন্টালে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। এই ম্যাচে হ্যাটট্রিকের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের কীর্তি গড়েছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এমন বড় জয় পেয়েছে মেসির আর্জেন্টিনা। 

ম্যাচের ২০তম মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। এর ৩ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন নিকোলাস গঞ্জালেস। ৩৩তম মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন মেসি। ৩৫তম মিনিটে গোল করেন কাতার বিশ্বকাপে সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হওয়া এনজো ফার্নান্দেজ। আর ৩৭তম মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করে ফেলেন আর্জেন্টাইন দলপতি।

বিরতির পর আরো দুটি গোল পায় আর্জেন্টিনা। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আনহেল দি মারিয়া। আর ম্যাচ শেষ হওয়ার আগমুহূর্তে দলের ৭ নম্বর ও শেষ গোলটি করেন নাহুয়েল মন্টিয়েল।

প্রথম গোলটির মধ্যে দিয়েই আর্জেন্টিনার জার্সিতে গোলের সেঞ্চুরি পূরণ হয় মেসির। পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো (১২২) ও ইরানের আলী দাইয়ের (১০৯) পর তৃতীয় ব্যক্তি হিসেবে ১০০ আন্তর্জাতিক গোলের মালিক হলেন মেসি।

আরএস

Link copied!