ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad
বাফুফে সভাপতির পদত্যাগ এখন গণদাবি

সালাউদ্দিনকে বহিষ্কার করেছে ‘বিএসপিএ’

ক্রীড়া প্রতিবেদক :

ক্রীড়া প্রতিবেদক :

মে ৪, ২০২৩, ০৭:১৫ পিএম

সালাউদ্দিনকে বহিষ্কার করেছে ‘বিএসপিএ’

একের পর এক বিতর্কে জড়াচ্ছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এ আর নতুন কী! বিতর্কের জন্ম দেওয়া যেন তার কাছে কোনো বিষয়ই না। তবে এবারের বিতর্কটা সাংবাদিকদের নিয়ে। ঔদ্বত্যপূর্ণ মন্তব্য করেছেন সাংবাদিকদের মা-বাবা নিয়ে। গত মঙ্গলবার সাংবাদিকদের বাবা-মা তুলে সালাউদ্দিনের বাজে বক্তব্যের পর চারদিক থেকে দাবি উঠেছে নৈতিক অবক্ষয় হয়েছে তার। 

সমাজের শ্রেণিবৈষম্য ও বিদ্বেষের বিষ বাষ্প ছড়িয়েছেন তিনি। এই দায় নিয়ে তার অবিলম্বে বাফুফে থেকে পদত্যাগের জোর দাবি জানিয়েছে সাংবাদিক সংগঠনগুলো। এরই মধ্যে গত বুধবার বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ) কাজী সালাউদ্দিনের অনারারি (সম্মানসূচক) সদস্যপদ বাতিল করে তাকে বহিষ্কার করেছে। ২০১২ সালে তাকে অনারারি সদস্যপদ দিয়েছিল ক্রীড়া সাংবাদিকদের এই সংগঠন।

চারদিক থেকে পদত্যাগের চাপে বেকায়দায় পড়ে গেছেন সালাউদ্দিন। নির্বাচিত কোনো প্রতিনিধির কাজে কোনো দেশের সরকার হস্তক্ষেপ করলে সে দেশের ফুটবলে নিষেধাজ্ঞা দিয়ে থাকে ফিফা, এই আইনকে ঢাল করেই প্রবল সমালোচনার পরও মুখে হাসি লেগে থাকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের। কিন্তু ফিফার আইনে এটাও বলা আছে, কেউ ব্যক্তিগতভাবে পদত্যাগ করতে পারে। 

গত মঙ্গলবার কার্যনির্বাহী কমিটির মিটিং শেষে সংবাদ সম্মেলন শুরুর আগে সহকর্মীদের কাছে যে ভাষায় সাংবাদিকদের নিয়ে মন্তব্য করেছেন, তাতে ফুঁসে উঠেছে পুরো সাংবাদিক সমাজ। বুধবার সারাদিনই বাফুফে সভাপতির মন্তব্য নিয়ে আলোচনায় বসে -বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) নেতৃবৃন্দ। সব সংগঠনই বিবৃতিতে কাজী সালাউদ্দিনের কুরুচিপূর্ণ, বিদ্বেষপ্রসূত ও ঔদ্বত্যপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

একইসঙ্গে দেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদ থেকে তাকে পদত্যাগের দাবি জানিয়েছে সংগঠনগুলো। সম্মানজনক চেয়ারে বসে বেফাঁস মন্তব্য করা ছাড়াও দেশে ও দেশের বাইরে ফুটবলের ভাবমূর্তি ক্ষুন্ন করার পর সালাউদ্দিন বাফুফে সভাপতির পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন বলে বিবৃতিতে জানিয়েছে সংগঠনগুলো। 
মুখ ফসকে অনেক সময় মিডিয়ার ওপর ক্ষোভ ঝাড়েন। গত মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আগে সালাউদ্দিন আরও একবার ফুটিয়ে তুললেন তার আসল চরিত্র। ‘সাংবাদিকদের বাফুফে ভবনে ঢুকতে হলে তাদের এবং তাদের বাপের জুতা পরা ছবি দিতে হবে।’ তিনি যার কানে কানে কথাগুলো বলেছেন সেই কাজী নাবিল আহমেদও জবাবটা দিয়েছেন আরও কুরুচিপূর্ণ ভাষায়, ‘আমার রিকোয়েস্ট হচ্ছে অন্য। কে আন্ডারওয়্যার পরে বড় হয়েছে আর কে হয়নি সেটাও দেখতে হবে।

বাফুফে সহসভাপতি নাবিলের এমন মন্তব্যের একটি অডিও ক্লিপ ইতোমধ্যে ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও বুধবার এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন কাজী নাবিল। তবে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না সালাউদ্দিন। 

সালাউদ্দিনের মন্তব্য ক্রীড়াঙ্গন পেরিয়ে নাগরিক জীবনেও স্পর্শ করেছে। অনেকেই বাফুফে সভাপতির বাজে মন্তব্যে তার মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। আর সালাউদ্দিনদের ডোপ টেস্ট করার দাবি জানিয়েছেন ব্যারিস্টার সুমন। বুধবার সকালে বাফুফে কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে আবেদন করেন এ আইনজীবী। সেখানে সালাউদ্দিনের মন্তব্য প্রসঙ্গে সুমন বলেন, পুলিশ যেমন মাদক শনাক্তে ডোপ টেস্টের ব্যবহার করে, তেমন ফুটবল ফেডারেশনে ডোপ টেস্টের ব্যবস্থা করে সালাউদ্দিনদের ডোপ টেস্ট করানো উচিত।

সোহাগ বি
 

Link copied!