ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

এশিয়ান গেমসে টিটুর নাম নিবন্ধন না হলে লিটু সাবিনাদের কোচ

মো. মাসুম বিল্লাহ

জুলাই ২৬, ২০২৩, ০৮:৫৩ পিএম

এশিয়ান গেমসে টিটুর নাম নিবন্ধন না হলে লিটু সাবিনাদের কোচ

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ হিসেবে সাইফুল বারী টিটুর নাম বুধবার পর্যন্ত নিবন্ধন করতে পারেনি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।

গেমসের জন্য বাফুফে থেকে আগে পাঠানো তালিকায় প্রধান কোচ ছিলেন গোলাম রব্বানী ছোটন। তিনি পদত্যাগ করায় এশিয়ান গেমসের জন্য সাইফুল বারী টিটুকে নতুন কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। তবে নতুন কোচের নাম নিবন্ধন করতে হিমশিম খাচ্ছে বিওএ। টিটুকে নিয়োগ দেওয়ার পরই বাফুফে চিঠি দিয়ে নাম পরিবর্তনের প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ করেছে বিওএকে। গেমসের আয়োজকদের সঙ্গে যোগাযোগ করে এখনো কোনো সবুজ সঙ্কেত পায়নি বিওএ।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বিওএর কোষাধ্যক্ষ একে সরকার জানিয়েছেন, `আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে যতটুকু মনে হচ্ছে নতুন কোচের নাম নিবন্ধন সম্ভব নাও হতে পারে।’

এ নিয়ে বুধবার বাফুফের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও হয়েছে বিওএ কর্মকর্তাদের। এ বৈঠকেও ইতিবাচক কোনো খবর দিতে পারেনি বিওএ। তবে বিওএ ও বাফুফে দুই প্রতিষ্ঠানই চেষ্টা করে যাচ্ছে ছোটনের জায়গায় টিটুর নাম নিবন্ধনের।

শেষ পর্যন্ত যদি টিটুর নাম নিবন্ধন সম্ভব না হয় তাহলে কি হবে? বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জাগো নিউজকে বলেছেন, `আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সাইফুল বারী টিটুর নাম নিবন্ধনের। যদি শেষ পর্যন্ত সম্ভব না-ই হয় তাহলে মাহবুবুর রহমান লিটুই যাবেন সাবিনাদের সঙ্গে। কারণ, তার নাম নিবন্ধন আছে এশিয়ান গেমসে।

ওই সময় জাতীয় অনূর্ধ্ব-১৭ নারী দলের এএফসি বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের খেলা থাইল্যান্ডে। সেখানে মেয়েদের নিয়ে যাওয়ার কথা লিটুর। লিটুকে এশিয়ান গেমসে পাঠানো হলে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্বে থাকবেন কে? ‘বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন,‘তখন আমাদের বিকল্প ব্যবস্থা তো করতেই হবে।’

এমনও হতে পারে, মাহবুবুর রহমান লিটুকে এশিয়ান গেমসে পাঠিয়ে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব সাইফুল বারী টিটুকে দিতে পারে বাফুফে।

আরএস

Link copied!