ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad
শ্রীলঙ্কা সিরিজের জন্য টাইগারদের দল ঘোষণা

নেই সাকিব; ১৭ মাস পর টি-২০ দলে ফিরলেন মাহমুদউল্লাহ

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ০৭:১৪ পিএম

নেই সাকিব; ১৭ মাস পর টি-২০ দলে ফিরলেন মাহমুদউল্লাহ

আগামী মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। আর সেই সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যেখানে বেশ কিছু চমকই দেখা গেছে। টি-টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাটের কোনোটিতেই নেই সাকিব আল হাসান। নতুন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থাকছেন নেতৃত্বে। 

তবে অনেকদিন পর জায়গা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। ১৭ মাস আগে সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে এশিয়া কাপে খেলেছিলেন তিনি। এরপর ব্রাত্যই হয়ে পড়েন টি-টোয়েন্টি দলে। তবে এবার বিপিএলে ফরচুন বরিশালের হয়ে দারুণ কিছু ঝলক দেখিয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ৮ ম্যাচ খেলে করেছেন ১৮৪ রান।

তাকে দলে ডাকা প্রসঙ্গে সদ্য বিদায়ী প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, মাহমুদউল্লাহকে নেওয়া হয়েছে করে সাত নম্বরে ব্যাটিং করার জন্য। যেহেতু সাকিব নেই, সেহেতু তাকে পরখ করা।
এছাড়া নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন আলিস আল ইসলাম। এবারের বিপিএলে ভালো পারফর্ম করেছেন তিনি। ৬ ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। এর মধ্যে একটি ম্যাচে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন আলিস। 

তাকে নেওয়ার ব্যাখ্যায় মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘বিপিএলে ভালো বোলিং করতেছে। ওরে একটু ম্যানেজমেন্ট চাচ্ছে। বিশ্বকাপ আছে যখন দেখা যাক। 
 

বাংলাদেশ টোয়েন্টি দল :
নাজমুল হোসেন (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মোহাম্মদ নাঈম, তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, মেহেদী হাসান, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিম হাসান, আলিস আল ইসলাম।

বাংলাদেশ ওয়ানডে দল :
নাজমুল হোসেন (অধিনায়ক), এনামুল হক, সৌম্য সরকার, তানজিদ হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান, মোস্তাফিজুর রহমান।

Link copied!