ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০১ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বিশ্বকাপ বাছাই: ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ২২, ২০২৪, ১১:৫৯ এএম

বিশ্বকাপ বাছাই: ফিলিস্তিনের কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ
ছবি: সংগৃহিত

বিশ্বকাপ ও এশিয়ান কাপ যৌথ বাছাইয়ে কুয়েতের জাবের আল আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ফিলিস্তিন ৫ -০ গোলে জিতেছে ৷ ম্যাচের প্রথমার্ধে ডিফেন্সের ভুলে বাংলাদেশ ২-০ গোলে পিছিয়ে পড়ে।

ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশ এর আগে ৬টি ম্যাচ খেলেছিল। সর্বশেষ পাঁচ ম্যাচেই হেরেছে, করতে পারেনি কোনো গোল। আজও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। তবে পরাজয়ের ব্যবধানটা এবার আরও বেড়েছে।

প্রথম ৪০ মিনিট বাংলাদেশ লড়াই করেছিল। প্রথমার্ধের শেষ ৫ মিনিটে দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরু থেকে ছন্নছাড়া। ৪৯ মিনিটে তৃতীয় গোল করে বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয় ফিলিস্তিন। কর্নারে শিহাব কুম্বল রিসিভ করে জায়গা তৈরি করে ডান পায়ের জোরালো শটে দলকে তৃতীয় গোল এনে দেন। তিন মিনিট পর কর্নারে ওলে দাবাঘ দারুণ এক শটে জাল কাঁপান।

৭২ মিনিটে বাংলাদেশের স্পেনিশ কোচ সুমন রেজা, চন্দন রায় ও রবিউল হাসানকে মাঠে নামান। এতে বাংলাদেশের খেলায় পরিবর্তন হয়নি। উল্টো ওদে দাবাঘ তার তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূরণ করেন। শেষের দিকে জায়েদ আহমেদ ও শাকিল হোসেন নেমে সময় পার করেন খেলার।

র‍্যাংকিংয়ে ৮৬ ধাপ এগিয়ে থাকা ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের শুরুটা ভালোই ছিল। বেশ কয়েকটি আক্রমণ প্রতিহত করেছে। এমনকি ম্যাচে লিড নেওয়ার সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সেই সুযোগ হাতছাড়া করার পর ডিফেন্সের দুই ভুলে বাংলাদেশ ম্যাচ থেকে দুরে সরে যায়।

৪৩ মিনিটে ওদে দাবাঘ গোল করে বাংলাদেশকে পিছিয়ে দেন। মুসাব বাত্তাহর শট গোলরক্ষক মিতুল মারমা প্রথম প্রচেষ্টায় আংশিক সেভ করেন। ফিরতি বলে দাবাঘ গোল করতে ভুল করেননি। তবে তার পেছনে ডিফেন্ডার সাদ উদ্দিন অফ সাইড আবেদন করে দাঁড়িয়ে থাকেন। যোগ করা সময়ে বাংলাদেশ আবারও পিছিয়ে পড়ে। কর্নার থেকে সোহেল রানার পায়ে লেগে বল সামনে পড়লে তা থেকে শিহাব কামবার সহজেই ব্যবধান দ্বিগুণ করেন।

এআরএস

Link copied!