ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

কপাল পুড়ল সুইসদের, সেমিতে ইংলিশরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুলাই ৭, ২০২৪, ০১:০৬ এএম

কপাল পুড়ল সুইসদের, সেমিতে ইংলিশরা

১২০ মিনিটের লড়াই শেষে ১-১ সমতা। ফলে ম্যাচ গড়ালো টাইব্রেকারে। যেখানে সুইজারল্যান্ডকে বিদায় করে শেষ হাসি হাসলো ইংল্যান্ড। সুইসদের ৫-৩ ব্যবধানে হারিয়ে ইউরোর সেমিফাইনালে উঠেছে গ্যারেথ সাউথগেটের দল।

টাইব্রেকারের শুরুতেই কোল পালমার শট নিয়ে গোল করেন। কিন্তু ম্যানুয়েল আকাঞ্জি সুইসদের হয়ে কিক নিতে এসে মিস করেন। ১-০ তে এগিয়ে যায় ইংলিশরা। এরপর ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, সাকা ও আইভান টনি গোল করেন।

এছাড়া সুইসদের হয়ে ফাবিয়েন শার, জার্দান শাকিরি ও আন্তনি গোল করে ৪-৩ এ ব্যবধান কমিয়ে আনেন। পঞ্চম শট নিতে এসে আলেক্সান্ডার আর্নল্ড গোল করলে ৫-৩ ব্যবধানে জয় পায় ইংল্যান্ড।

এর আগে এমবোলো যখন গোল করেন, সুইজারল্যান্ড ধরেই নিয়েছিল ইংল্যান্ডের বিপক্ষে জিততে যাচ্ছে তারা। কিন্তু বুকায়ো সাকার দুর্দান্ত গোলে সমতায় ফেরে ইংলিশরা। যার ফলে ম্যাচ চলে যায় অতিরিক্ত সময়ে।

টুর্নামেন্টে খারাপ খেলার ধারাবাহিকতা এই ম্যাচেও বজায় রাখে ইংলিশরা। সুইসদের ডিবক্সের ভেতর বলার মতো খুব বেশি আক্রমণ করতে পারেনি তারা। ম্যাচে প্রথম সুযোগ পেতে ইংলিশদের অপেক্ষা করতে হয় ২২ মিনিট পর্যন্ত।

কর্নার থেকে ট্রিপিয়ারের ক্রসে ডি বক্সের ভেতর ফাঁকা জায়গায় সুযোগ পেয়েও হেডে বল বাইরে মারেন হ্যারি কেইন। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধেও দুই দল তাদের নির্বিষ খেলা বজায় রাখে। ৫১ নিনিটে এমবোলোর দুর্বল শট পিকফোর্ড সহজেই তালুবন্দি করেন৷

ম্যাচের ৭৫ মিনিটে কাঙ্ক্ষিত গোল পায় সুইসরা। এর আগ পর্যন্ত চাপ সৃষ্টি করে খেলতে থাকে তারা। এনদোয়ের ক্রস থেকে ডিফেন্ডারকে পাশ কাটিয়ে বাঁ পায়ে গোল দেন এমবোলো। সর্বশেষ সুইস খেলোয়াড় হিসেবে এর আগেও ইংলিশদের বিপক্ষে গোল করেছিলেন তিনি।

ইএইচ

Link copied!