Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ১৩ মে, ২০২৫,

অবশেষে ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

মে ১২, ২০২৫, ০৮:৫২ পিএম


অবশেষে ব্রাজিলের কোচ হলেন আনচেলত্তি

খবর নিশ্চিত হয়ে ছিল আগে থেকেই। তবে এবারে যেন সব শঙ্কারই অবসান হলো। ব্রাজিল ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে চলতি মে মাসেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হতে যাচ্ছেন কার্লো আনচেলত্তি। লা লিগার মৌসুম শেষেই আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা ছিল। 

তবে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এবং স্কাই ইতালিয়ার সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিশ্চিত করেছেন, মে মাসের শেষ সপ্তাহ বা ২৬ মে থেকেই ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচকে জুন মাস থেকেই পুরোদমে নিজেদের জাতীয় দলের ডাগআউটে পাবেন ভিনিসিয়ুস-রদ্রিগোরা। এছাড়া ব্রাজিল ফুটবল ফেডারেশনও মে মাসেই ব্রাজিলে আসছেন কার্লো আনচেলত্তি। যদিও তাদের বিজ্ঞপ্তিতে তারিখ নিশ্চিত করা হয়নি।

২০২৬ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে চুক্তিবদ্ধ হলেন এই ইতালিয়ান কোচ। এই চুক্তির মাধ্যমে ব্রাজিল ফুটবলের সুদীর্ঘ ইতিহাসে প্রথম বিদেশি কোচ হচ্ছেন কার্লো আনচেলত্তি। এর আগে কখনোই কোনো বিদেশি কোচ পূর্ণ মেয়াদে ব্রাজিলের কোচ হননি। 

ব্রাজিলের কোচ হওয়া নিয়ে কার্লো আনচেলত্তির সঙ্গে বেশ কয়েকদফা বৈঠক করেছিল সিবিএফ। প্রাথমিকভাবে চুক্তি সম্পন্ন করতে রাজি হয়েছিল দুই পক্ষই। যদিও একপর্যায়ে তাতে বাদ সাধেন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ক্লাব বিশ্বকাপের আগে তাকে কোনোভাবেই ছাড়তে রাজি ছিলেন না মাদ্রিদের প্রেসিডেন্ট। যদিও শেষ পর্যন্ত মাদ্রিদ তাদের অবস্থান থেকে সরে আসে। 

এদিকে ব্রাজিলও মে মাসেই আনচেলত্তিকে নিজেদের করতে মরিয়া ছিল। ক্লাব বিশ্বকাপের আগেই আনচেলত্তিকে সিবিএফের প্রস্তাব মেনে নিতে হবে সেটাই ছিল দুই পক্ষের বিবাদের মূল বিষয়। শেষ পর্যন্ত ব্রাজিলেরই চাহিদা পূরণ হলো। 

ব্রাজিল জাতীয় দলে সর্বশেষ বিদেশি কোচ দেখা গেছে ১৯৬৫ সালে। পাশের দেশ আর্জেন্টিনার ফিলপো নুনেজ এসেছিলেন সেলেসাওদের কোচ হয়ে। তবে তিনি ছিলেন খণ্ডকালীন মেয়াদে। সে হিসেবে বলতে গেলে ৬০ বছর পর ব্রাজিল খেলতে নামবে এক বিদেশি কোচের অধীনে। আগামী জুন মাসে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে যাত্রা শুরু করবেন আনচেলত্তি। 

আনচেলত্তির বর্ণিল ক্যারিয়ারে এটাই প্রথমবার কোনো আন্তর্জাতিক দলের দায়িত্ব গ্রহণ। তবে এর আগে ক্লাব পর্যায়ে সুবিশাল অর্জন তার। ফুটবল দুনিয়ার একমাত্র কোচ হিসেবে ইউরোপের টপ ফাইভ লিগের সবকটিতেই জিতেছেন শিরোপা। সঙ্গে আছে কোচ হিসেবে ৫ চ্যাম্পিয়ন্স লিগ জেতার অনন্য কীর্তি। 

আরএস

Link copied!