ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫
Amar Sangbad

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তায় মাঠে নামছে সোয়াট

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

জুন ৮, ২০২৫, ১০:৩৮ পিএম

বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তায় মাঠে নামছে সোয়াট

৪ জুন অনুষ্ঠিত বাংলাদেশ-ভুটান প্রীতি ম্যাচে ঘটে যাওয়া নিরাপত্তা ঘাটতির পুনরাবৃত্তি ঠেকাতে এবার বিশেষ সতর্কতা নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। 

জাতীয় স্টেডিয়ামে আসন্ন বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তার দায়িত্বে থাকছে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী—সোয়াট।

রোববার বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস জানান, সোমবার (৯ জুন) সকাল ১১টায় জাতীয় স্টেডিয়ামে সোয়াট বাহিনী একটি নিরাপত্তা মহড়া পরিচালনা করবে। ম্যাচের দিনেও তারা নিরাপত্তার দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন তিনি।

গোলাম গাউস বলেন, “ম্যাচ কমিশনারসহ স্টেডিয়াম ও গেটগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করা হয়েছে। আমরা ঢাকা মহানগর পুলিশের সঙ্গেও সমন্বয় করে কাজ করছি। ভুটান ম্যাচের চেয়ে সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তাকর্মীর সংখ্যা বাড়ানো হবে।”

এদিকে, এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে অংশ নিতে ঢাকায় পৌঁছেছে সিঙ্গাপুর জাতীয় ফুটবল দল। আগামী মঙ্গলবার (১০ জুন) তারা স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হবে।

চার বছর পর আন্তর্জাতিক ফুটবল ফিরছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ফলে খেলা ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। তবে টিকিট সংকটের কারণে অনেকে মাঠে বসে খেলা উপভোগ করতে পারবেন না। এজন্য চট্টগ্রামে প্রিমিয়ার লিগ ক্লাব ফর্টিজ এফসি বড় পর্দায় খেলা দেখানোর আয়োজন করেছে। বিভাগীয় শহরগুলোতেও ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক উদ্যোগে একই ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভাবা হচ্ছে।

উল্লেখ্য, ভুটান ম্যাচে দর্শকরা গেট ভেঙে ঢুকে পড়েন এবং তিনজন সমর্থক গ্যালারি পেরিয়ে সরাসরি মাঠে প্রবেশ করেন। এমন ঘটনায় বাফুফে বড় ধরনের শাস্তির ঝুঁকিতে পড়ে। আগেও বসুন্ধরা কিংস অ্যারেনায় নিরাপত্তা ঘাটতির কারণে বেশ কয়েকবার জরিমানা গুণতে হয়েছে ফেডারেশনকে। ফলে এবার কোনো ঝুঁকি নিতে চাইছে না বাফুফে।

ইএইচ

Link copied!