ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫
Amar Sangbad

কোহলিকে লেখা মেয়ের চিঠি ভাইরাল, কী লেখা আছে তাতে?

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

জুন ১৬, ২০২৫, ১২:০৮ পিএম

কোহলিকে লেখা মেয়ের চিঠি ভাইরাল, কী লেখা আছে তাতে?

ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও তার মেয়ে ভামিকার একটি বিশেষ মুহূর্ত ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে। পিতৃদিবসে বাবাকে লেখা ভামিকার ছোট্ট একটি চিঠি—সরল, তবে গভীর ভালোবাসায় ভরপুর। একজন বাবার জন্য এর চেয়ে সুন্দর উপহার আর হতে পারে না।

চিঠিতে ভামিকা লেখে, “ও আমার ভাইয়ের মতো, সুড়সুড়ি দেয়। আমি ওকে খুব ভালোবাসি, ও-ও আমাকে খুব ভালোবাসে।” এই সরল অথচ আন্তরিক লেখাটি ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

এদিকে, আনুষ্কা শর্মার আবেগঘন পোস্ট এবং কোহলির নিজের বাবাকে স্মরণ করে দেওয়া একটি বার্তাও ভক্তদের মনে দাগ কেটেছে। পিতৃত্বের গুরুত্ব ও আবেগের গভীরতাকে অসাধারণভাবে তুলে ধরেছেন তারা।

বাবার সঙ্গে নিজের ছোটবেলার একটি ছবি শেয়ার করে কোহলি লেখেন, “উনি আমাকে শিখিয়েছিলেন, জীবনে কখনো শর্টকাট বা প্রভাবের উপর নির্ভর না করতে। কারণ আপনার মধ্যে যদি সত্যিই প্রতিভা থাকে, তবে কঠোর পরিশ্রমেই তা প্রমাণিত হবে। পরিশ্রমের ইচ্ছা না থাকলে আপনি হয়তো সেটার যোগ্যই নন।”

কোহলি আরও লেখেন, “একবার আমাকে সহজ পথ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। বাবা ঠান্ডা মাথায় প্রত্যাখ্যান করেন। বলেন, যদি তুমি ভালো হও, তবে নিজের পথ নিজেই খুঁজে নেবে। আর ভালো না হও, তা আগেই জেনে নেওয়াই ভালো। আমি কীভাবে বাঁচব, কাজ করব এবং সেটি বিশ্বের সামনে কীভাবে উপস্থাপন করব—এই একটা মুহূর্তই আমাকে শিখিয়ে দিয়েছিল।”

পিতৃদিবসে কোহলির এই বার্তা হাজারো বাবার নীরব ত্যাগ ও শক্তিকে স্মরণ করার এক অনন্য উপলক্ষ তৈরি করেছে। তারকা পরিবারের অনুভূতির পাশাপাশি এতে প্রতিফলিত হয়েছে প্রতিটি বাবার নিঃস্বার্থ ভালোবাসা ও দায়িত্ববোধ। তাই পোস্টগুলো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে।

ইএইচ

Link copied!