ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বুধবার, ৩০ জুলাই, ২০২৫
Amar Sangbad

লিভার চিকিৎসায় নতুন প্রযুক্তি প্লাটফর্মের যাত্রা

মো. মাসুম বিল্লাহ

মার্চ ৬, ২০২৩, ০৮:৫৪ পিএম

লিভার চিকিৎসায় নতুন প্রযুক্তি প্লাটফর্মের যাত্রা

লিভার সিরোসিসের অন্যতম কারণ ফ্যাটিলিভার। দেশে প্রায় সাড়ে চার কোটি মানুষ ফ্যাটিলিভারে আক্রান্ত। এছাড়াও হেপাটাইটিসবি-তে আক্রান্ত দেশের প্রায় শতকরা ১০শতাংশ মানুষ। দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় রয়েছে  হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের অসংখ্য রোগী যারা যথাযথ চিকিৎসা সেবা হতে বঞ্চিত। রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্নিভাল কেয়ার চালু করেছে প্রযুক্তি নির্ভর স্পেশালাইজড লিভার সেন্টার।

সোমবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর গুলশান উদয় টাওয়ারে অনুষ্ঠিত কার্নিভাল কেয়ার আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

বঙ্গবন্ধু  শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব বলেন, বাস্তবতার নিরিক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই চিকিৎসা কিংবা পরামর্শের জন্য আমাদের কাছে  পৌঁছাতে পারেন না। এছাড়াও ঢাকার বাইরে থেকে অনেক  রোগী আমাদের কাছে আসেন যারা পরবর্তী ফলোআপ চিকিৎসা নিতে জটিলতার সম্মুখীন হন। এ প্লাটফর্মটি  সেই সমস্যাগুলোর সমাধান করবে বলে আমি আশা প্রকাশ করছি।

দেশে প্রযুক্তির মাধ্যমে চিকিৎসায় নতুনমাত্রা যোগ করতে স্বাস্থ্যসেবা খাতে কার্নিভাল কেয়ারের মতো প্লাটফর্মে বিনিয়োগ করেছে ডটলাইনস গ্রুপ। ডটলাইনস গ্রুপের চেয়ারম্যান মাহবুবুল মতিন বলেন, করোনাকালে দেশের স্বাস্থ্য সেবার সক্ষমতা ধরে রেখেছে টেলিমেডিসিনের মতো উদ্ভাবন উদ্যোগ। প্লাটফর্মটির মাধ্যমে প্রান্তিক মানুষ স্বাস্থ্য সেবার পাশাপাশি  রোগনির্ণয়ের নতুন অভিজ্ঞতা লাভ করবেন বলে আশা প্রকাশ করেন প্রযুক্তি খাতের এই উদ্যোক্তা।

কার্নিভাল কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. ফারশিদ ভূইয়া বলেন, সঠিক পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে যকৃত রোগীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই কার্নিভাল কেয়ারের মূল উদ্দেশ্য।

বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিবেদন অনুযায়ী দেশের মোট রোগে মৃত্যুর দুই দশমিক ৮২শতাংশর কারণ হলো লিভার বা যকৃতের বিভিন্ন রোগ। স্বাধীনতার পরে স্বাস্থ্য সেবায় প্রভূত উন্নতি সাধন সত্ত্বেও প্রান্তিক জনগোষ্ঠী উন্নত স্বাস্থ্য সেবা থেকে এখনো অনেকাংশেই বঞ্চিত রয়ে যাচ্ছে। লিভার ক্যান্সার চিকিৎসায় আরএফএ অর্থাৎ রেডিও ফ্রিকুয়েন্সি অ্যাবলেশন, টেইস অর্থাৎ ট্রান্সআরটারিয়ালকেমো এমবোলাইজেশন, লিভার সিরোসিসের চিকিৎসায় আধুনিক স্টেম সেল থেরাপি, লিভার ডায়ালাইসিস এবং প্লাজমা এক্সচেঞ্জসহ সকল লিভার রোগের অত্যাধুনিক চিকিৎসা রয়েছে। যকৃত চিকিৎসায় গ্রাম ও শহরের চিকিৎসা সেবার এই বিভাজন দূর করায় অনলাইন সেবা ভূমিকা রাখতে পারে।

বক্তারা জানান, লিভার বা যকৃত রোগে আক্রান্ত রোগীদের যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কার্নিভাল কেয়ারের স্পেশালাইজড লিভার সেন্টারে অধ্যাপক ডা. মামুন আল মাহতাবের নেতৃতে একদল সুদক্ষ লিভার বিশেষজ্ঞ বিভিন্ন জটিল লিভার রোগের অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা প্রদান করবেন। কার্নিভাল কেয়ারের ওয়েব সাইট ভিজিট অথবা হটলাইনে ফোন করার পর একজন রোগী, একজন অভিজ্ঞ এবং দক্ষচিকিৎসকের কাছে সকল শারীরিক সমস্যার কথা বলবেন। রোগী বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামশর্ গ্রহণ করার পরে যে সকল পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হবে কার্নিভালকেয়ারের টেকনোলজিস্ট সেই সকল নমুনা রোগীর বাসা বা কর্মস্থল থেকে সংগ্রহ করবেন। পরবর্তীতে রোগীকে রিপোর্ট পৌঁছে দেবেন। সেই রিপোর্ট নিয়ে অনলাইনে লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ রহিম, কার্নিভাল কেয়ার-এর ডিরেক্টর ওয়ালী উল ইসলাম প্রমুখ।

Link copied!